Advertisment

উচ্চমাধ্যমিকের ফলাফল সম্ভবত শুক্রবার

West Bengal 12th Result 2020 online: শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা লকডাউনের জেরে বাতিল করা হয়েছিল পরীক্ষা। তবে মেধাতালিকা প্রকাশিত হবে কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণে সিবিএসই ও আইসিএসই বোর্ড মেধাতালিকা প্রকাশ করেনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিকের বাতিল পরীক্ষা গুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে বাতিল করা হয় পরীক্ষা।  প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে।

Advertisment

WBCHSE Higher Secondary Class 12 2020 Results Dates:

উচ্চমাধ্যমিকের পূর্বনির্ধানিত মূল সূচি অনুসারে, ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। সে বিষয়ে পরীক্ষা বাতিল হয়েছে সেগুলি হল, নিউট্রিশন, এডুকেশন, পদার্থবিদ্যা ও অ্যাকাউন্টেন্সি, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, রসায়ন, অর্থনীতি, সংস্কৃত, আরবী, ফরাসি ও পার্সি ভূগোল, স্ট্যাটিসটিকস, পরিবার উন্নয় ও নিয়ন্ত্রন, কস্টিং-ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট।

আরও পড়ুন- উচ্চমাধ্যমিকের ফলাফল জানাবে কোন কোন ওয়েবসাইট-এসএমএস পরিষেবা? জেনে নিন

উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ। কিন্তু, নজিরবিহীন করোনা পরিস্থিতে সেই সূচি মেনে পরীক্ষাগ্রহণ করা গেল না।

HS result
Advertisment