শুক্রবার প্রকাশিত হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। আজ এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা লকডাউনের জেরে বাতিল করা হয়েছিল পরীক্ষা। তবে মেধাতালিকা প্রকাশিত হবে কিনা তা স্পষ্ট নয়। অন্যদিকে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণে সিবিএসই ও আইসিএসই বোর্ড মেধাতালিকা প্রকাশ করেনি। জুলাইয়ের প্রথম সপ্তাহে উচ্চমাধ্যমিকের বাতিল পরীক্ষা গুলি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, করোনা পরিস্থিতির ভয়াবহতার কারণে বাতিল করা হয় পরীক্ষা। প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে।
WBCHSE Higher Secondary Class 12 2020 Results Dates:
উচ্চমাধ্যমিকের পূর্বনির্ধানিত মূল সূচি অনুসারে, ২৩, ২৫ ও ২৭ মার্চ উচ্চ মাধ্যমিকের বিভিন্ন বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। সে বিষয়ে পরীক্ষা বাতিল হয়েছে সেগুলি হল, নিউট্রিশন, এডুকেশন, পদার্থবিদ্যা ও অ্যাকাউন্টেন্সি, জার্নালিজম ও মাস কমিউনিকেশন, রসায়ন, অর্থনীতি, সংস্কৃত, আরবী, ফরাসি ও পার্সি ভূগোল, স্ট্যাটিসটিকস, পরিবার উন্নয় ও নিয়ন্ত্রন, কস্টিং-ট্যাক্সেসন, হোম ম্যানেজমেন্ট।
আরও পড়ুন- উচ্চমাধ্যমিকের ফলাফল জানাবে কোন কোন ওয়েবসাইট-এসএমএস পরিষেবা? জেনে নিন
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চ। কিন্তু, নজিরবিহীন করোনা পরিস্থিতে সেই সূচি মেনে পরীক্ষাগ্রহণ করা গেল না।