WB Class 12th Result: মে মাসের ৮ তারিখ প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (West Bengal Class 12th Result 2024 Date)। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে এমনই খবর। তবে সরকারিভাবে এখনও কিছু জানায়নি সংসদ। বিগত বছরগুলির মতো এবারও অনলাইনে রেজাল্ট দেখতে পারবে ছাত্র-ছাত্রীরা।
সংসদ সূত্রে খবর, ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্রের নম্বর জমা দিয়ে দিয়েছেন পরীক্ষকরা। এবারই প্রথম অনলাইনে উত্তরপত্রের জমা দিতে হয়েছে তাঁদের। ফলে অনেকটা দ্রুত সেই কাজ সম্পন্ন করা গিয়েছে বলে দাবি সংসদের। রাজ্য় সরকারের সবুজ সংকেত পেলেই উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিন ঘোষণা করা হবে।
সূত্রের খবর, নির্বাচনী আচরণবিধি দারি থাকায় কৃতীদের অনুষ্ঠান করে শুভেচ্ছাবার্তা দেওয়া যাবে কিনা, তা জানতে নির্বাচন কমিশনের মতামত নেবে রাজ্য সরকার। তারপরই পাকা সিদ্ধান্ত নেবে নবান্ন।
শিক্ষার্থীরা সংসদের দেওয়া তাদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে উচ্চমাধ্যমিকের পরীক্ষার ফলাফল অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবে।
অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও, প্রার্থীরা এসএমএসের মাধ্যমে এমনকী ডিজিলকার নামক অনলাইন অ্যাপ্লিকেশন থেকেও ফলাফল দেখতে পারেন।
আরও পড়ুন- Mamata Banerjee On SSC Verdict: হাইকোর্টের এসএসসি রায়: প্রচারে আজও তেড়েফুঁড়ে আক্রমণ মমতার, দিলেন বার্তাও