Advertisment

West Bengal HS Result 2024 Updates: উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস এবং দ্বিতীয় সৌম্যদীপ সাহা, কত নম্বর পেলেন তাঁরা?

WB HS Result 2024 Live Updates: প্রকাশিত এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৭, ৫৫, ৩২৪ জন পরীক্ষার্থী। এ বার পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। অর্থাৎ পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় পশ্চিম মেদিনীপুর। মেধাতালিকায় প্রথম দশে এবছর ৫৮ জন। সবচেয়ে বেশি হুগলি জেলা থেকে। এই জেলা থেকে ১৩ জন প্রথম দশে। দ্বিতীয় স্থানে বাঁকুড়া জেলা। প্রথম দশে কলকাতার ৫ জন পরীক্ষার্থী।

author-image
IE Bangla Web Desk
New Update
WB HS Result 2024: উচ্চ মাধ্যমিকের ফল।

West Bengal 12th Result 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের ২ মাসের মাথায় ফল প্রকাশ।

West Bengal 12th Result 2024 Live Updates: প্রকাশিত এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৭, ৫৫, ৩২৪ জন পরীক্ষার্থী। এ বার পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। অর্থাৎ পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। পাশের হারে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় পশ্চিম মেদিনীপুর। মেধাতালিকায় প্রথম দশে এবছর ৫৮ জন। সবচেয়ে বেশি হুগলি জেলা থেকে। এই জেলা থেকে ১৩ জন প্রথম দশে। দ্বিতীয় স্থানে বাঁকুড়া জেলা। প্রথম দশে কলকাতার ৫ জন পরীক্ষার্থী।

Advertisment

এবছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র পেয়েছেন ৪৯৬ নম্বর। দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় হয়েছেন অভিষেক গুপ্ত। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৪৯৪। মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। তাঁরা দুজনে মেধাতালিকায় চতুর্থ স্থানে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া। এবছর উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।

কোন কোন ওয়েবসাইটে ফল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবেন?

www.wbchsc.wb.gov.in, www.wbresults.nic.in এবং www.results.shiksha ওয়েবসাইটে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। বুধবার দুপুর ৩টে থেকে এই ওয়েবসাইটগুলিতে পরীক্ষার ফল দেখতে পাওয়া যাবে। এছাড়াও পরীক্ষার ফল জানা যাবে education.indianexpress.com.

কীভাবে ওয়েবসাইটে HS-এর ফল দেখবেন?

ওয়েবসাইটে এবারে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফল দেখতে সবার আগে হাতের কাছে রাখুন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট জায়গায় রোল নম্বর ও জন্মের তারিখ দিলেই ফল দেখা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও কয়েকটি ওয়বেসাইটে পরীক্ষার ফল জানা যাবে।

ওয়েবসাইটগুলিতে ঢুকে West Bengal Higher Secondary Examinations 2024 লেখাটিতে ঢুকে ক্লিক করলেই একটি পেজ খুলে যাবে। সেখানে রোল নম্বর ও জন্ম তারিখ লিখতে ছাত্রছাত্রীদের। শেষে সাবমিট অপশনে ক্লিক করলেই মার্কশিট দেখতে পাবেন ছাত্রছাত্রীরা। এই ওয়েবসাইটগুলি ছাড়াও মোবাইল অ্যাপ ও SMS মারফত ফল জানা যাবে।

  • May 08, 2024 14:23 IST
    উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

    উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে লিখলেন, 'উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে - এই প্রার্থনা করি। আর আজ যারা কোনো কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।'



  • May 08, 2024 13:45 IST
    পাশের হারে এগিয়ে ছেলেরা

    এবছর উচ্চমাধ্যমিকে পাশের হারে এগিয়ে ছেলেরা। ছেলেদের পাশের হার ৯২.৩২ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১৮ শতাংশ।



  • May 08, 2024 13:39 IST
    মেয়েদের মধ্যে প্রথম যুগ্মভাবে দুজন

    মেয়েদের মধ্যে উচ্চ মাধ্যমিকে যুগ্মভাবে প্রথম হয়েছেন প্রতীচী তালুকদার এবং স্নেহা ঘোষ। তাঁরা দুজনে মেধাতালিকায় চতুর্থ স্থানে। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৩। প্রতীচী কোচবিহারের সুনীতি অ্যাকাডেমির এবং স্নেহা চন্দননগরের কৃষ্ণভাবিনী নারীশিক্ষা মন্দিরের পড়ুয়া।



  • May 08, 2024 13:36 IST
    প্রথম দশে ছেলেদের সংখ্যা বেশি

    মেধাতালিকায় প্রথম দশে ৫৮ জন। তার মধ্যে ছাত্র ৩৫ জন এবং ছাত্রী ২৩ জন।



  • May 08, 2024 13:30 IST
    উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম অভীক দাস

    এবছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র পেয়েছেন ৪৯৬ নম্বর।



  • May 08, 2024 13:30 IST
    দ্বিতীয় এবং তৃতীয় কে

    দ্বিতীয় হয়েছেন-  সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৪৯৫।

    তৃতীয় হয়েছেন- অভিষেক গুপ্ত। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৪।



  • May 08, 2024 13:27 IST
    দ্বিতীয় এবং তৃতীয় কে

    দ্বিতীয় হয়েছেন-  সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৪৯৫।

    তৃতীয় হয়েছেন- অভিষেক গুপ্ত। প্রাপ্ত নম্বর ৪৯৪।



  • May 08, 2024 13:26 IST
    সংখ্যালঘুদের পাশের হার ৮৬.৯০ শতাংশ

    এ বছর সংখ্যালঘু ১,৮৭,৯২৪ জন পরীক্ষা দিয়েছিলেন। পাশের হার ৮৬.৯০।



  • May 08, 2024 13:25 IST
    দ্বিতীয় এবং তৃতীয় কে

    দ্বিতীয় হয়েছেন-  সৌম্যদীপ সাহা। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। প্রাপ্ত নম্বর ৪৯৫।

    তৃতীয় হয়েছেন- অভিষেক গুপ্ত। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯৪।



  • May 08, 2024 13:23 IST
    উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম অভীক দাস

    এবছর উচ্চ মাধ্যমিকে সম্ভাব্য প্রথম অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র পেয়েছেন ৪৯৬ নম্বর।



  • May 08, 2024 13:22 IST
    প্রথম দশে কলকাতার ৫ জন

    প্রথম দশে কলকাতার ৫ জন পরীক্ষার্থী।



  • May 08, 2024 13:21 IST
    প্রথম দশে ৫৮ জন

    মেধাতালিকায় প্রথম দশে এবছর ৫৮ জন। সবচেয়ে বেশি হুগলি জেলা থেকে। এই জেলা থেকে ১৩ জন প্রথম দশে। দ্বিতীয় স্থানে বাঁকুড়া জেলা।



  • May 08, 2024 13:19 IST
    পাশের হারে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা

    পাশের হারে দ্বিতীয় দক্ষিণ ২৪ পরগনা এবং তৃতীয় পশ্চিম মেদিনীপুর



  • May 08, 2024 13:14 IST
    এবারও পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

    এ বার পরীক্ষায় পাশ করেছেন ৬,৭৯,৭৮৪ পরীক্ষার্থী। অর্থাৎ পাশের হার ৯০ শতাংশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।



  • May 08, 2024 13:13 IST
    পাশের হার ৯০ শতাংশ

    এবছর উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০ শতাংশ।



  • May 08, 2024 13:12 IST
    কোনও প্রশ্ন ফাঁস হয়নি

    এবছর কোনও ধরনের প্রশ্ন ফাঁস হয়নি। ৪১ জন পরীক্ষার্থী মোবাইল নিয়ে ঢুকেছিলেন। তাঁদের মোবাইল এবং অ্যাডমিট বাতিল হয়েছে। জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।



  • May 08, 2024 13:01 IST
    সাংবাদিক বৈঠকে উচ্চশিক্ষা সংসদ

    নির্ধারিত সময় মেনে বুধবার বেলা ১টায় উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ করছে সংসদ।



  • May 08, 2024 12:18 IST
    কীভাবে ওয়েবসাইটে HS-এর ফল দেখবেন?

    ওয়েবসাইটে এবারে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফল দেখতে সবার আগে হাতের কাছে রাখুন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট জায়গায় রোল নম্বর ও জন্মের তারিখ দিলেই ফল দেখা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও কয়েকটি ওয়বেসাইটে পরীক্ষার ফল জানা যাবে।



  • May 08, 2024 11:15 IST
    অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদনের সুযোগ কবে?

    এবছর উচ্চ মাধ্যমিক শুরু হয় ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছিল ২৯ ফেব্রুয়ারি।  উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফল ঘোষণার দু'দিন পরে অর্থাৎ ১০ মে মার্কশিট ও শংসাপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। ওইদিনই অনলাইনে স্ক্রুটিনি ও রিভিউয়ের আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা।



  • May 08, 2024 07:46 IST
    কখন থেকে ওয়েবসাইটে ফল?

    আজ দুপুর ১টায় সাংবাদিক বৈঠক। তার পর দুপুর ৩টে থেকে পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে তাঁদের ফল দেখতে পারবেন। ফল দেখার জন্য পরীক্ষার্থীদের https://wbresults.nic.in/ ওয়েবসাইটে যেতে হবে। নির্ধারিত ওয়েবসাইট ছাড়াও ‘WBCHSE Results’ অ্যাপের মাধ্যমেও নিজেদের ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।



  • May 07, 2024 16:50 IST
    কোন ওয়েবসাইটে জানা যাবে রেজাল্ট

    /wbresults.nic.in./ -এই ওয়েবসাইটে শুরুতে রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই ফলাফল বেরিয়ে আসবে। মার্কশিটও দেখে নিতে পারবেন পড়ুয়ারা। কোন বিষয়ে কত নম্বর, তাও স্পষ্ট হয়ে যাবে।



  • May 07, 2024 16:49 IST
    বুধবার বেলা ১টায় ফল প্রকাশ

    আগামিকাল বুধবার বেলা ১টায় সাংবাদিক বৈঠকে পরীক্ষার ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ বেলা ১টায় হলেও বেলা ৩টে থেকে নির্দিষ্ট কিছু ওয়েবসাইটে পরীক্ষার ফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষের ২ মাসের মাথাতেই ফল প্রকাশ করতে চলেছে সংসদ।



  • May 07, 2024 16:48 IST
    কীভাবে ওয়েবসাইটে HS-এর ফল দেখবেন?

    ওয়েবসাইটে এবারে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার ফল দেখতে সবার আগে হাতের কাছে রাখুন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ওয়েবসাইটে ঢুকে নির্দিষ্ট জায়গায় রোল নম্বর ও জন্মের তারিখ দিলেই ফল দেখা যাবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইট ছাড়াও কয়েকটি ওয়বেসাইটে পরীক্ষার ফল জানা যাবে।



Board Exam WBCHSE Result 2024 WB HS Result 2024 board result WBCHSE West Bengal HS Result 2024
Advertisment