/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/WBJEE-Results-2024.jpg)
WBJEE 2024 Results Declared: প্রকাশিত পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল
WBJEE 2024 Results Declared: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল। পরীক্ষায় পাশ করেছেন, প্রায় ১,১২,৯৬৩ জন ছাত্র। অর্থাৎ ৯৯.৪%। এবারও উচ্চ মাধ্যমিকের পর রাজ্য জয়েন্ট পরীক্ষায় বসেছিলেন অনেকেই। সেই ফল প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের প্রায় একমাসের মাথায়।
অফিসিয়াল ওয়েবসাইট দেখেই জানা যাবে রেজাল্ট। তাঁরপর সম্পূর্ন রেজাল্ট দেখেই স্ট্রিম পছন্দ করার বিষয়। এবার রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র। দ্বিতীয় কল্যাণীর শুভদীপ পাল। এবং তৃতীয় নদিয়ার বিবস্বন বিশ্বাস।
প্রথম দশের ৪ জন পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের ছাত্র। সুতরাং, রাজ্য স্তরের এক্ষেত্রে লাভ হয়েছে বলা যায়।
আরও পড়ুন CBSE 10th Result 2024: বেস্ট অফ ফাইভে ৫০০-তে ৫০০! CBSE দশমে দেশের সেরা সোনারপুরের সব্যসাচী
কীভাবে দেখা যাবে রেজাল্ট?
Wbjeeb.nic.in - অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
Wbjee results 2024 - এটি ক্লিক করতে হবে।
প্রয়োজনীয় সব নিজেকে ফিল করতে হবে।
সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
ডাউনলোড এবং প্রিন্ট করলেই রেজাল্ট হাতে।