Advertisment

WBJEE Results 2024: জয়েন্টে জয়জয়কার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র

Wbjee toppers: একদম ভিন্ন ইচ্ছে কিংশুকের, জয়েন্ট ফোকাস ছিল, সেই কারণেই স্কুলে খুব একটা যাওয়া হয়নি। তবে, এই ছাত্র মেডিক্যালেও পিছিয়ে নেই! কততে নাম রয়েছে তাঁর?

author-image
IE Bangla Web Desk
New Update
wbjee,wbjee results 2024,wbjee results,west bengal jee results,west bengal joint entrance result,wbjee cut off, West Bengal Joint Entrance Examinations Board,WBJEE Result date 2024,results,rank cards, Wbjee result 2024 time, WBJEE Result 2024 Topper list, WBJEE result 2024 Live, Wbjee result 2024 declared, wbjee.nic.in, WBJEE 2024 Rank Card, WBJEE Result 2024 Direct Link

wbjee toppers- কী নিয়ে এগোতে চায় প্রথম স্থানাধীকারি?

WBJEE Toppers 2024: প্রকাশিত হল রাজ্য জয়েন্টের ফলাফল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রায় এক মাসের মাথায় বেরলো ফল। আর এতেই প্রথম হয়েছেন, বাঁকুড়ার কিংশুক পাত্র।

Advertisment

ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র সে। পড়ুয়া জানিয়েছেন, সামনে খড়গপুর আইআইটিতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তে চান তিনি। পড়ুয়া NEET জয়েন্টেও পরীক্ষা দিয়েছিলেন। মেডিক্যালে ৬৭০ র‍্যাংক এসেছে তাঁর। পরবর্তীতে পড়াশোনার খাতিরে যেটুকু করার করবেন। 

সারাদিন পড়াশোনা নিয়ে থাকতেন। অন্যদিকে খুব একটা মন ছিল না। কিন্তু তাঁর পাশাপাশি বই এবং বিভিন্ন জিনিস নিয়ে জানার আগ্রহ ছিল। বাড়ির সবাই তাঁকে কীভাবে সাহায্য করেছিলেন? পড়ুয়া জানালেন, শুরুর দিক থেকে জয়েন্ট ফোকাস ছিল, তাই সেভাবে স্কুলে যাওয়া হয়ে ওঠেনি। সম্পূর্ন ক্রেডিট কি তবে নিজের? 

আরও পড়ুন - WBJEE Results 2024: প্রকাশিত রাজ্য জয়েন্টের ফল, প্রথম দশে কারা? কোথায় কীভাবে দেখবেন রেজাল্ট?

এদিকে তৃতীয় স্থানাধিকারী বিবস্বণ জানান, বাড়িতে সবাই খুব খুশি। বাবা-মা তাঁকে প্রথম এই ভাল খবর দেন। পড়ুয়া জানান, তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে চান। সেই কারণেই প্রিপারেশন নিয়েছেন এতদিন। টেক্সট বুক বেশি পড়েছেন। অনলাইন কাউন্সেলিং পড়া করেছেন। 

অন্যদিকে, দ্বিতীয় স্থানাধিকারী শুভ্রদ্বীপ নিজের সাফল্যে উচ্ছসিত। র‍্যাংক পাবেন আশা করেছিলেন তবে, দ্বিতীয় হবেন, সেটা যেন ভাবনার বাইরে ছিল।  

Education WBJEE
Advertisment