Advertisment

WBBSE Class 10 Madhyamik results 2022: এই ওয়েবসাইট থেকে জানা যাবে মাধ্যমিকের ফলাফল

মাধ্যমিকের ফল প্রকাশ ২০২২, এই ওয়েবসাইট থেকেই জানা যাবে ফলাফল

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal Uccha madhyamik result 2022 wb class 12 result check at wbresults.nic.in

আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ।

মাধ্যমিকের ফলপ্রকাশ! দেড় বছর ধরে করোনা অতিমারীর জেরে ক্লাস কিছুদিন বন্ধ থাকা সত্বেও, এবছর অফলাইনে পরীক্ষা হয়েছে। জানুন, কীভাবে এবং কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে ফলাফল। বিদ্যালয় গুলিতে সকাল ১০টা আজ থেকেই পাওয়া যাবে রেজাল্ট।

Advertisment

সামনের বছর পরীক্ষা শুরু, ২৩শে ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হবে ৪ঠা মার্চ। এবছর মেয়েদের পাশের হার ছেলেদের তুলনায় একটু কম। তবে পরীক্ষা দিয়েছিলেন বেশি ছাত্রীরা। মাধ্যমিকে প্রথম অর্ণব ঘোড়াই এবং রৌনক মন্ডল। এবছর প্রথম থেকে দশম স্থানে রয়েছেন বহু শিক্ষার্থী। দশম স্থানে রয়েছেন ৪০ জন।

সকাল দশটা থেকেই জানা যাবে রেজাল্ট। ওয়েবসাইট গুলি জানুন :-

www.wbresults.nic.in

www.wbbse.wb.gov.in

wbresults.nic.in

www.exametc.com

www.wbbse.org

wbbse.wb.gov.in

www.wbchse.nic.in

এবারেও শহর কলকাতাকে টেক্কা দিচ্ছে জেলা। পশ্চিমবাংলার নানান জেলায় নজরকারা ফলাফল। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। কলকাতায়, পশ্চিম মেদিনীপুর এবং কালিম্পং-এ পাশের হার ৯৪%। বাঁকুড়া এবং উত্তরবঙ্গে রয়েছে দুর্দান্ত ফলাফল। ইতিহাসে এই প্রথম এত বেশি সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। রেজাল্ট অসম্পূর্ণ নেই। হুগলীতেও এবছর সাফল্য বেশ ভাল। ৭৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। এবছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন পাশ করেছেন। এবারের পরীক্ষা শেষ হয়েছে ১৬ই মার্চ।

Advertisment