Advertisment

West Bengal Madhyamik Result 2024: মাধ্যমিকে এবারও জয়জয়কার জেলার! মেধাতালিকায় প্রথম দশে ৫৭

WB Madhyamik Result 2024: প্রথম স্থানাধীকারী কোচবিহার থেকে চন্দ্রচূড় সেন। এবার প্রথম দশে রয়েছেন ৫৭ জন। জেলাস্তরের ফলাফল নিয়ে না বললেই নয়। পাশের হারে এগিয়ে কালিম্পং। তারপর রয়েছে মেদিনীপুর এবং কলকাতাও।

author-image
IE Bangla Web Desk
New Update
WB Madhyamik Result 2024: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, মাধ্যমিক ২০২৪-এর ফল প্রকাশ

WB Madhyamik Result 2024: মাধ্যমিকে নজর কেড়েছে জেলাস্তরের ফলাফল

West Bengal 10th Result 2024: ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষায় নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। নয়া এই রেকর্ডে বেজায় খুশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ভাষায় ১৮,৪৩৩ জন ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছেন। অর্থাৎ, এই পড়ুয়ারা পেয়েছেন 'AA' গ্রেড। এছাড়াও দ্বিতীয় ভাষায় ৯,৯২২ জন, অঙ্কে ২২,৮৩২ জন, ভৌত বিজ্ঞানে ১৪,৪১৫ জন, জীবন বিজ্ঞানে ২৮,৬৮৪ জন, ইতিহাসে ১৪,৭১৬ জন, ভূগোলে ৪৯,৯৯৪ জন পেয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় সবেচেয়ে বেশি ভূগোলে 'A' পেয়েছে ছাত্রছাত্রীরা। এছাড়াও প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী পেয়েছেন 'AA' গ্রেড। এই সফলতাকে নজিরবিহীন বলে দাবি করেছে পর্ষদ।

Advertisment

মাধ্যমিক পরীক্ষার ফল জানতে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in ওয়েবসাইট দেখতে পারেন। এক্ষেত্রে পরীক্ষার্থীর নাম রেজিস্টার করতে হবে। ওয়েবসাইট থেকে রেজাল্ট জানার সময় অ্যাডমিট কার্ড হাতের কাছে রাখুন। লগ ইনের পর রোল নম্বর দিলে দেখা যাবে রেজাল্ট। এবছর ২ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। পরীক্ষা শেষ হয় গত ১২ ফেব্রুয়ারি। ১০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন।

আরও পড়ুন - West Bengal Madhyamik Result 2024 Toppers List: মাধ্যমিকে সেরার সেরা হয়ে বাংলায় প্রথম চন্দ্রচূড়, কৃতী ছাত্রের ভবিষ্যত লক্ষ্য জানেন?

মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। কৃতী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯% নম্বর পেয়েছেন চন্দ্রচূড়। মাধ্যমিকে এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২। মাধ্যমিকে তৃতীয় দক্ষিণ ২৪ পরগনার নৈঋতরঞ্জন পাল। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল থেকে রয়েছেন তৃতীয় স্থানে। দুজনের প্রাপ্ত নম্বর – ৬৯১। চতুর্থ স্থানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপোজ্যোতি মন্ডল। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের অর্ঘদীপ বসাক -পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র সে।

মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক, সাধারণত পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা হয়। মাধ্যমিকের ক্ষেত্রে এই সময়সীমা শেষ আগামী ১২ মে। অন্যদিকে, উচ্চ মাধ্যমিকের (Higher Secondary) ফল প্রকাশ হবে আগামী ৮ মে।

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য ৯০ দিনের সময়সীমা ধরলে তা শেষ হচ্ছে আগামী ২৯ মে। কিন্তু তার আগেই উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশ হচ্ছে। সুতরাং এবছর ৯০ দিনের আগেই মাধ্যমিকের ফল প্রকাশ হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও ৯০ দিনের আগেই প্রকাশিত হবে।

  • May 02, 2024 12:54 IST
    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের তাক লাগানো সাফল্য

    মাধ্যমিকে দুরন্ত ফলাফলের রেকর্ড ধরে রাখল দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম দশের মধ্যে পাঁচজন কৃতীই এই বিদ্যালয়ের। পড়ুন বিস্তারিত



  • May 02, 2024 11:53 IST
    নয়া রেকর্ড এবারের মাধ্যমিকে

    ২০২৪-এর মাধ্যমিক পরীক্ষায় নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে। এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম ভাষায় ১৮,৪৩৩ জন ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছেন। অর্থাৎ, এই পড়ুয়ারা পেয়েছেন 'AA' গ্রেড।



  • May 02, 2024 11:42 IST
    ৪৯ টি ক্যাম্প অফিস গঠন বোর্ডের

    ৪৯ টি ক্যাম্প অফিসের মাধ্যমে সারা বাংলা জুড়ে রেজাল্ট পৌঁছে দেওয়া হবে। ছাত্রদের মার্কশিট এবং পাশ সার্টিফিকেট স্কুল থেকে সংগ্রহ করতে হবে।



  • May 02, 2024 11:11 IST
    মেধা তালিকায় কলকাতার স্থান কোথায়?

    পাশের নিরিখে কলকাতা তিন নম্বর স্থানে থাকলেও, মেধা তালিকায় রয়েছেন মাত্র একজন। সবথেকে বেশি পাশের হার কালিম্পং-এ।



  • May 02, 2024 11:07 IST
    দ্বিতীয় স্থানে সাম্যপ্রিয়

    সাম্যপ্রিয় ভাল রেজাল্ট করবেন আশা রেখেছিলেন বাবা। কিন্তু, রাজ্যের মধ্যে দ্বিতীয় হবেন যেন ভাবনাতীত।



  • May 02, 2024 10:45 IST
    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একাধিক কৃতি

    নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে একাধিক কৃতি! শুধু তৃতীয় না, ষষ্ঠ, সপ্তম - আরও অনেকগুলি স্থানেই রয়েছেন কৃতি ছাত্রেরা। মহারাজের কথায়, এটি একটি আবাসিক বিদ্যালয়। তাই আলাদা বিষয় তো রয়েছেই।



  • May 02, 2024 10:22 IST
    তৃতীয় স্থানাধীকারী পুস্পিতা কী হতে চান?

    দশ ঘণ্টা পড়ার চেষ্টা করতেন তৃতীয় স্থানাধীকারী পুস্পিতা। এরপর, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যাওয়ার ইচ্ছেপ্রকাশ ছাত্রীর।



  • May 02, 2024 10:09 IST
    মানুষের সেবা করাই উদ্দেশ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের নৈঋতের

    আগামীদিনে ডাক্তার হতে চান মাধ্যমিকে তৃতীয় স্থানাধীকারী নৈঋত পাল। মিশনের পরিবেশে বড় হয়েছেন, তাই মানুষের সেবা করাই তাঁর ধর্ম।



  • May 02, 2024 10:07 IST
    সারাদিন আজ কী প্ল্যান চন্দ্রচূড়ের?

    আজকে অনেকটা স্বস্তি তাঁর! সারাদিন পরিবারের সঙ্গেই থাকতে চান। ইতিহাসে ছিল দুর্বলতা। কিন্তু, টেক্সট-বুক পড়লেই অসাধ্য সাধন, জানাচ্ছেন মাধ্যমিকে প্রথম স্থানাধীকারী।



  • May 02, 2024 09:42 IST
    চতুর্থ ও পঞ্চম স্থানাধীকারী একজন করে

    চতুর্থ স্থানে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের তপোজ্যোতি মন্ডল। পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের অর্ঘদীপ বসাক -পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুলের ছাত্র সে।



  • May 02, 2024 09:41 IST
    মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়, তাঁর পরের লক্ষ্য কী?

    মাধ্যমিকে এবার প্রথম হয়েছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। কৃতী পড়ুয়া জানিয়েছে, সে মেডিক্যাল লাইনে পড়াশোনা করতে চায়। চিকিৎসক হওয়াই তাঁর লক্ষ্য। তাঁর কথায়, "ভালো রেজাল্টের কৃতিত্ব বাবা-মা শিক্ষক-শিক্ষিকাদেরও দিতে চাই। আরও পথ চলা বাকি। এর জন্য নিজেকে প্রস্তুত করাই লক্ষ্য। প্রথম পাঁচে থাকব ভেবেছিলাম।"



  • May 02, 2024 09:39 IST
    মাধ্যমিকে তৃতীয় হয়েছেন ৩ জন

    মাধ্যমিকে তৃতীয় দক্ষিণ ২৪ পরগনার নৈঋতরঞ্জন পাল। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ বালুরঘাট হাই স্কুল থেকে রয়েছেন তৃতীয় স্থানে। দুজনের প্রাপ্ত নম্বর - ৬৯১।



  • May 02, 2024 09:24 IST
    মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

    মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। কৃতী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯% নম্বর পেয়েছেন চন্দ্রচূড়।



  • May 02, 2024 09:23 IST
    মাধ্যমিকে দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু

    মাধ্যমিকে এবছর দ্বিতীয় স্থান অধিকার করেছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তার প্রাপ্ত নম্বর ৬৯২।



  • May 02, 2024 09:22 IST
    মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড়

    মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে কোচবিহারের চন্দ্রচূড় সেন। কৃতী এই ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৯৯% নম্বর পেয়েছেন চন্দ্রচূড়।



  • May 02, 2024 09:21 IST
    মাধ্যমিকে এগিয়ে কালিম্পং

    মাধ্যমিক পরীক্ষায় এবছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। সফলতায় শীর্ষে কালিম্পং জেলা। এই জেলায় পাশের হার ৯৬ শতাংশ। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর ও পাশের হাকে তিন নম্বরে রয়েছে কলকাতা।



  • May 02, 2024 09:19 IST
    প্রথম দশে ৫৭ জন

    মাধ্যমিক পরীক্ষায় এবছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। সফলতায় শীর্ষে কালিম্পং জেলা। প্রথম দশের মধ্যে রয়েছেন ৫৭ জন।



  • May 02, 2024 09:17 IST
    মাধ্যমিকে এগিয়ে কালিম্পং

    মাধ্যমিক পরীক্ষায় এবছর পাশের হার ৮৬.৩১ শতাংশ। সফলতায় শীর্ষে কালিম্পং জেলা। এই জেলায় পাশের হার ৯৬ শতাংশ। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর ও পাশের হাকে তিন নম্বরে রয়েছে কলকাতা।



  • May 02, 2024 08:47 IST
    SMS পাঠিয়ে মাধ্যমিকের ফল জানবেন কীভাবে?

    মাধ্যমিকের ফল জানতে মোবাইলে SMS-এ যান। তারপর আপনার রোল নম্বরটি দিন। মেসেজটি পাঠিয়ে দিন 56070/56263 নম্বরে। এছাড়াও পরীক্ষার্থীরা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট http://www.wbbse.wb.gov.in বা http://www.wbresults.nic.in-এ ঢুকেও ফল জানতে পারবেন। হোমপেজে দেওয়া রেজাল্টির লিংকে ক্লিক করুন। তারপর পরীক্ষার্থীদের রোল, জন্মের তারিখ ও প্রয়োজনীয় কিছু তথ্য দিলেই রেজাল্ট দেখতে পাবেন।



  • May 02, 2024 08:26 IST
    indianexpres.com-এ মাধ্যমিকের ফল জানুন

    এবছরের মাধ্যমিকের ফল অন্যান্য ওয়েবসাইটগুলি ছাড়াও wbbse.wb.gov.in এবং wbresults.nic.in — education.indianexpress.com-এ মাধ্যমিকের ফল জানা যাবে। লগ ইন করতে এবং পড়ুয়াদের ফলাফল জানতে পরীক্ষার্থীদের রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করতে হবে। Education.indianexpress.com-এ মাধ্যমিকের ফলাফল ২০২৪ চেক এবং ডাউনলোড করতে, শিক্ষার্থীদের প্রথমে তাদের যোগাযোগ নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।



  • May 02, 2024 08:23 IST
    গত বছর মাধ্যমিকে পাশের হার

    ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় সামগ্রিকভাবে পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ। তারও আগের বছর অর্থাৎ, ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ।



  • May 02, 2024 08:20 IST
    এক নজরে গতবারের মাধ্যমিক

    ২০২৩ সালে, ১৬টি জেলা থেকে মোট ১১৮ জন পরীক্ষার্থী মাধ্যমিকে র‌্যাঙ্ক করেছিলেন। ১৩.৬৭ শতাংশ ছাত্র ৬০ শতাংশের উপরে নম্বর পেয়েছিলেন। গত বছর মাধ্যমিক পরীক্ষায় মোট ৬,৮২,৩২১ জন পরীক্ষার্থী বসেছিলেন। যাদের মধ্যে ৫,৬৫,৪২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।



  • May 02, 2024 08:15 IST
    মাধ্যমিকের ফল ইন্ডিয়ান এক্সপ্রেসে

    ৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। আজ সকাল ৯ টায় পরীক্ষার ফল জানাতে পারবেন তারা। পরীক্ষার্থীরা wbbse.org, wb.allresults.nic.in বা education.indianexpress.com-এ ফলাফল দেখতে পারেন।



  • May 02, 2024 08:01 IST
    মোবাইল অ্যাপে মাধ্যমিকের রেজাল্ট

    মাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে মোবাইল অ্যাপের তালিকা:

    - গুগল প্লে স্টোর থেকে "Exametc.com"

    - গুগল প্লে স্টোর থেকে "মাধ্যমিক ফলাফল", অথবা iresults.net/wbbse-app/ এ যান

    - Google Play Store থেকে "FASTRESULT"



  • May 02, 2024 07:58 IST
    গতবার পরীক্ষায় বসার ক্ষেত্রে টেক্কা ছাত্রীদের

    ২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন মোট ৩,০৬,২৫৩ জন ছাত্র। গত বছরে মোট ৩,৭৬,০৬৮ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন।



  • May 02, 2024 07:55 IST
    কখন ওয়েবসাইটে ফল জানা যাবে?

    এবারের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ঠিক সকাল ৯টায়। সাংবাদিক সম্মেলনে ঘোষণা ফল ঘোষণা করা হবে। ফলাফল চেক করার লিঙ্কটি সকাল ৯.৪৫ থেকে খুলে যাবে। স্কুলগুলি সকাল ১০ টা থেকে বোর্ডের নিজ নিজ ক্যাম্প অফিস থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফলের মার্কশিট এবং শংসাপত্র পাবে।



  • May 02, 2024 07:51 IST
    মাধ্যমিকের রেজাল্ট জানুন সহজেই

    পরীক্ষার্থীদের বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in-এ ঢুকতে হবে। হোমপেজে দেওয়া রেজাল্টির লিংকে ক্লিক করুন। তারপর পরীক্ষার্থীদের রোল, জন্মের তারিখ ও প্রয়োজনীয় কিছু তথ্য দিলেই রেজাল্ট দেখতে পাবেন।



  • May 02, 2024 07:50 IST
    মাধ্যমিকের রেজাল্ট জানুন সহজেই

    পরীক্ষার্থীদের বোর্ডের নিজস্ব ওয়েবসাইট www.wbbse.wb.gov.in বা www.wbresults.nic.in-এ ঢুকতে হবে। হোমপেজে দেওয়া রেজাল্টির লিংকে ক্লিক করুন। তারপর পরীক্ষার্থীদের রোল, জন্মের তারিখ ও প্রয়োজনীয় কিছু তথ্য দিলেই রেজাল্ট দেখতে পাবেন।



Board Exam West Bengal madhyamik exam board result madhyamik result Madhyamik Result 2024
Advertisment