West Bengal Board Class 10, 12 Datesheet Released: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময়সূচী প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২০১৯-এর ১২ ফেব্রুয়ারি থেকে এবং উচ্চমাধ্যমিক শুরু হবে ২০১৯-এর ২৬ ফেব্রুয়ারি থেকে।
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের দুটি পরীক্ষাই শুরু হবে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০১৯, এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ, ২০১৯।
আরও পড়ুন: মাধ্যমিকের প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই, স্বচ্ছতা সুনিশ্চিত করতে দাওয়াই পর্ষদের
মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময়সূচী দেখে নিন:
মাধ্যমিকের সময়সূচী:
প্রথম ভাষা (বাংলা/ ইংরাজি/গুজরাটি/হিন্দি/মর্ডান টিবেটিয়ান/নেপালি/ওড়িয়া/পাঞ্জাবি/তামিল/তেলেগু/উর্দু/সাঁওতালি): ১২ ফেব্রুয়ারি, ২০১৯
দ্বিতীয় ভাষা (ইংরাজি, বাংলা/নেপালি যদি ইংরাজি প্রথম ভাষা হয়): ১৩ ফেব্রুয়ারি
ভূগোল: ১৫ ফেব্রুয়ারি
ইতিহাস: ১৬ ফেব্রুয়ারি
ভৌত বিজ্ঞান: ১৮ ফেব্রুয়ারি
গণিত: ১৯ ফেব্রুয়ারি
জীবন বিজ্ঞান: ২০ ফেব্রুয়ারি
ইলেক্টিভ বিষয়: ২২ ফেব্রুয়ারি
উচ্চমাধ্যমিকের সময়সূচী
বাংলা (A), ইংরাজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দূ, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি,পাঞ্জাবি: ২৬ ফেব্রুয়ারি
অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিওরিটি, IT এবং ITBSO– ভোকেশনাল বিষয়: ১ মার্চ
বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস, রাষ্ট্র বিজ্ঞান: ২ মার্চ
গণিত, মনোবিদ্যা, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস: ৫ মার্চ
কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস: ৬ মার্চ
কমার্সিয়াল ল, প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিওলজি: ৭ মার্চ
পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি: ৯ মার্চ
রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ: ১১ মার্চ
স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট: ১৩ মার্চ
Read the full story in English