WB Class 10, 12 Datesheet: এক ঝলকে জেনে নিন, মাধ্যমিক - উচ্চমাধ্যমিকের সময়সূচী

West Bengal Madhyamik, Uchha Madhyamik Examination Dates: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের দুটি পরীক্ষাই শুরু হবে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০১৯, এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ, ২০১৯।

West Bengal Madhyamik, Uchha Madhyamik Examination Dates: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের দুটি পরীক্ষাই শুরু হবে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০১৯, এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ, ২০১৯।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পরীক্ষার সময়সূচী দেখে নিন

West Bengal Board Class 10, 12 Datesheet Released: মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময়সূচী প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরবর্তী মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২০১৯-এর ১২ ফেব্রুয়ারি থেকে এবং উচ্চমাধ্যমিক শুরু হবে ২০১৯-এর ২৬ ফেব্রুয়ারি থেকে।

Advertisment

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের দুটি পরীক্ষাই শুরু হবে ল্যাঙ্গুয়েজ পেপার দিয়ে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ২২ ফেব্রুয়ারি ২০১৯, এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৩ মার্চ, ২০১৯।

আরও পড়ুন: মাধ্যমিকের প্রশ্নপত্র খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই, স্বচ্ছতা সুনিশ্চিত করতে দাওয়াই পর্ষদের

Advertisment

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের সময়সূচী দেখে নিন:

মাধ্যমিকের সময়সূচী:

প্রথম ভাষা (বাংলা/ ইংরাজি/গুজরাটি/হিন্দি/মর্ডান টিবেটিয়ান/নেপালি/ওড়িয়া/পাঞ্জাবি/তামিল/তেলেগু/উর্দু/সাঁওতালি): ১২ ফেব্রুয়ারি, ২০১৯

দ্বিতীয় ভাষা (ইংরাজি, বাংলা/নেপালি যদি ইংরাজি প্রথম ভাষা হয়): ১৩ ফেব্রুয়ারি

ভূগোল: ১৫ ফেব্রুয়ারি

ইতিহাস: ১৬ ফেব্রুয়ারি

ভৌত বিজ্ঞান: ১৮ ফেব্রুয়ারি

গণিত: ১৯ ফেব্রুয়ারি

জীবন বিজ্ঞান: ২০ ফেব্রুয়ারি

ইলেক্টিভ বিষয়: ২২ ফেব্রুয়ারি

উচ্চমাধ্যমিকের সময়সূচী

বাংলা (A), ইংরাজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দূ, সাঁওতালি, ওড়িয়া, তেলেগু, গুজরাটি,পাঞ্জাবি: ২৬ ফেব্রুয়ারি

অটোমোবাইল, অর্গানাইজড রিটেলিং, সিকিওরিটি, IT এবং ITBSO– ভোকেশনাল বিষয়: ১ মার্চ

বায়োলজিক্যাল সায়েন্স, বিজনেস স্টাডিস, রাষ্ট্র বিজ্ঞান: ২ মার্চ

গণিত, মনোবিদ্যা, অ্যানথ্রোপলজি, অ্যাগ্রোনমি, ইতিহাস: ৫ মার্চ

কম্পিউটার সায়েন্স, মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশন, পরিবেশ বিদ্যা, হেল্থ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, মিউজিক, ভিজুয়াল আর্টস: ৬ মার্চ

কমার্সিয়াল ল, প্রিলিমিনারিস অফ অডিটিং, দর্শন, সোশিওলজি: ৭ মার্চ

পদার্থবিদ্যা, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি: ৯ মার্চ

রসায়ন, অর্থনীতি, সাংবাদিকতা ও গণজ্ঞাপন, সংস্কৃত, পার্সিয়ান, আরবিক, ফ্রেঞ্চ: ১১ মার্চ

স্ট্যাটিস্টিক্স, ভূগোল, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট: ১৩ মার্চ

Read the full story in English  

Education