scorecardresearch

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, মোবাইল নিয়ে ধরা পড়লেই বাতিল হবে রেজিস্ট্রেশন

ওই পরীক্ষার্থী আর কখনও উচ্চমাধ্যমিকে বসতে পারবেন না।

West Bengal Uccha Madhyamik HS Exam 2023
চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

আজ, মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর সেই কারণে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে নজিরবিহীন নিরাপত্তার ছবি। সমস্ত পরীক্ষাকেন্দ্রে তৎপরতা দেখা গেল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সংসদ স্পষ্ট জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীকে ঘণ্টাখানেক আগে আসতে হবে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা চলাকালীন তো নয়ই, পরীক্ষাকেন্দ্রেও মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না।

পরীক্ষার্থীরা মোবাইল নিয়ে এসেছেন কি না তা ধরতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ব্যবহৃত বিশেষ প্রযুক্তিও এবার ব্যবহার করতে চলেছে সংসদ। রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর দিয়ে চলবে নজরদারি।

West Bengal Uccha Madhyamik HS Exam 2023
আজ, মঙ্গলবার থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

মোবাইল ফোন নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে অভিযুক্তর রেজিস্ট্রেশন বাতিল করবে সংসদ। সেক্ষেত্রে পরীক্ষার্থী আর কখনও উচ্চমাধ্যমিকে বসতে পারবেন না। চলতি শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী।

আরও পড়ুন উত্তরপত্র জমা দেওয়ায় নতুন নিয়ম, উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা নিয়ে চর্চা

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগেই পরীক্ষার হল থেকে বেরতে হবে। অর্থাৎ আগেভাগে বেরনো যাবে না। খাতা জমা দিয়ে তড়িঘড়ি বেরতে পারবেন না পড়ুয়ারা। আগেভাগে বেড়িয়ে গেলে প্রশ্নপত্র নিয়ে মুশকিলে পড়তে হয়। সেই কারণেই এই নিয়ে কড়া পদক্ষেপ নিতে হবে।

West Bengal Uccha Madhyamik HS Exam 2023
মোবাইল ফোন নিয়ে কোনও পরীক্ষার্থী ধরা পড়লে অভিযুক্তর রেজিস্ট্রেশন বাতিল করবে সংসদ। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

যেহেতু পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে তাই পরীক্ষার্থীদের ৯টার মধ্যে আসতে হবে। অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড আনতে যেন ভুল না হয়। তাহলে পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না। অভিভাবকরা ঢুকবেন না পরীক্ষাহলে।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: West bengal uccha madhyamik hs exam 2023