Advertisment

WBCHSE West Bengal HS 12 Result 2022: আর কিছুক্ষণ পরেই উচ্চমাধ্যমিকের ফলাফল, কোথায় কীভাবে দেখা যাবে রেজাল্ট

রেজাল্টের ওয়েবসাইট থেকে এসএমএস মাধ্যম - জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Web Desk
New Update
পশ্চিমবঙ্গ স্কলারশিপ, west bengal scholarship, scholarships students

যোগ্যতা অনুযায়ী আবেদন করুন

আর কিছু সময়ের অপেক্ষাড়েঘণ্টা খানেক পরেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ। নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেলা ১১: ৩০টার পরিবর্তে রেজাল্ট দেখা যাবে, বেলা ১২টা থেকে।

Advertisment

এবছর, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে, ৪২ দিনের মাথায়। পরীক্ষার রুটিন এবং তারিখ নিয়েও বেশ রদবদল দেখা যায়। এমনকি জয়েন্ট পরীক্ষার খাতিরেই বেশ কয়েকবার তারিখ পরিবর্তন করা হয়। এসএমএস, পোর্টাল এবং ওয়েবসাইট থেকে দেখা যাবে রেজাল্ট। জেনে নিন বিস্তারিত।

বেলা ১১টা থেকে আনুষ্ঠানিক ফলপ্রকাশ। এবং তার একঘন্টা পর থেকে, পরীক্ষার্থীরা নানা সাইট থেকে রেজাল্ট সম্পর্কে জানতে পারবেন।

http://wbresults.nic.in

www.exametc.com

www.results.shiksha

www.indiaresults.com

https://wbchse.nic.in

SMS এর মাধ্যমে কী ভাবে জানা যাবে:-

SMS WB12 space roll number - send to 56070

SMS WB12 space Roll number - send to 5676750

প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমেও করা যাবে আবেদন। তার জন্য নিজের রোল নম্বর এবং মোবাইল নম্বর www.exametc.com - এই সাইটে রেজিষ্টার করতে হবে। তাহলে রেজাল্ট এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন।

মোবাইল অ্যাপ :- WBCHSE results 2022 - এই অ্যাপ গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিয়েও রেজাল্ট জানা যাবে।

শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে এবছর দিনের দিন নয় বরং ২০শে জুন থেকে রেজাল্ট নিজেদের স্কুল থেকে সংগ্রহ করতে হবে। কোনরকম রেজাল্টে অসুবিধা থাকলে সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের মারফত শিক্ষা সংসদে জানাতে হবে।

West Bengal WBCHSE west bengal higher secondary results 2022 WBCHSE results 2022 Higher secondary result 2022
Advertisment