Advertisment

WBBSE 10th Madhyamik Result 2019 Date: ভোটগণনার দু’দিন আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ

West Bengal WBBSE Madhyamik Result 2019, WB Board 10th Result 2019 Date and Time: পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

WBBSE 10th Result 2018, West Bengal Madhyamik Result 2019 date and time: ২১ মে প্রকাশ হবে ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কৃতী ছাত্রছাত্রীর নাম। সকাল ১০টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbse.org, wbresults.nic.in) জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।

Advertisment

২৩ মে লোকসভা নির্বাচনের ভোটগণনা। তার দু’দিন আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ওই দিনই স্কুল থেকে হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা। প্রসঙ্গত, এবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। ২ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। সম্ভাব্য দিন ৩১, ১, ২ জুন।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

আরও পড়ুন- WB Madhyamik Results: মাধ্যমিকের ফলাফলের দিন ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ

২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফে জানানো হয়েছিল , “মে মাস অবধি চলবে ১৭ তম লোকসভা নির্বাচন। যার ফলে সে সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে না। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মাথায় রেখে পর্ষদ জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করার চেষ্টা করবে।” কিন্তু নির্বাচনের ফলাফলের আগেই ২১ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার কথা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।

কীভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

WBBSE
Advertisment