Advertisment

উচ্চমাধ্যমিকে প্রতি কেন্দ্রে স্ক্যানার, সিদ্ধান্ত সংসদের

"পরীক্ষার্থীরা যখন পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবে, তখন নিরাপত্তা কর্মীরা স্ক্যানারের মাধ্যমে নিশ্চিত করবেন যে কোনোরকম গ্যাজেট নিয়ে হলে ঢুকছে না ছাত্রছাত্রীরা।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

এক্সপ্রেস ছবি: যাভেদ রাজা

West Bengal WBCHSE HS exams: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সমস্ত পরীক্ষা কেন্দ্রে স্ক্যানার রাখার সিদ্ধান্ত নিয়েছে। "পরীক্ষার্থীরা যখন পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবে, তখন নিরাপত্তা কর্মীরা স্ক্যানারের মাধ্যমে নিশ্চিত করবেন যে কোনোরকম গ্যাজেট নিয়ে হলে ঢুকছে না ছাত্রছাত্রীরা। এছাড়াও পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের অন্যায় কোনো আচরণ করতে দেখলে, পরীক্ষার কেন্দ্রে উপস্থিত পরিদর্শনকারীরা ছাত্রছাত্রীদের হলের ভিতরে ফের চেক করবেন," বলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের এক কর্মকর্তা।

Advertisment

প্রশাসনিক কর্মকর্তা ও সংসদের কিছু আধিকারিকদের সঙ্গে সাম্প্রতিক একটি বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নির্দেশ দেন, পরীক্ষা "অবাধ ও সুষ্ঠু" হওয়া চাই। এর ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার মতো ঘটনার প্রতিরোধে কাউন্সিল কঠোর সতর্কতা অবলম্বন করেছে। মন্ত্রীর নির্দেশ, "যদি কোনও পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের মত ঘটনা ঘটে, তাহলে প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সরকার," বলেন সংসদের ওই কর্মকর্তা। "এছাড়াও প্রশ্নপত্রের প্যাকেট পরিদর্শকের সামনেই খোলা হবে, এবং পরীক্ষার দশ মিনিট আগে প্রার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে।"

উচ্চ মাধ্যমিক পরীক্ষার তারিখ

publive-image উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট

সংসদের তরফে সমস্ত পরীক্ষাকেন্দ্রকে সংবেদনশীল, অতি সংবেদনশীল এবং কম সংবেদনশীল হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংবেদনশীল এবং অতি সংবেদনশীল কেন্দ্রে ভিডিওগ্রাফির ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

এই বছর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষায় আট লক্ষেরও বেশি পরীক্ষার্থী উপস্থিত থাকবে। এবছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় প্রায় ৬৫,০০০ বেশি বলে জানান ওই কর্মকর্তা। "প্রায় ৮.০৫ লক্ষ প্রার্থী পরীক্ষা দিচ্ছে এবার, পরীক্ষা শেষ হচ্ছে ১৩ মার্চ," বলেন তিনি।

১৪ ফেব্রুয়ারি বিভিন্ন সেন্টার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে । সংসদের আরেক কর্মকর্তা বলেন, "স্কুলগুলি তাদের নির্ধারিত কেন্দ্র থেকে ‌অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট সংগ্রহ করতে পারে। অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্যা হলে নিষ্পত্তির জন্য টোল ফ্রি নম্বর ১৮০০-১০৩৯৪ রেখেছে কাউন্সিল।"

গত বছর মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি জেলার সুভাষনগর হাইস্কুলের প্রধান শিক্ষক হরিদয়াল রায় ধরা পড়েছিলেন। ঘটনার পরে পদ থেকে তাঁকে বরখাস্ত করা হয়।

Read the full story in English

WBCHSE
Advertisment