West Bengal WBJEE 2020 results:রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE 2020) অনুষ্ঠিত হওয়ার ছয় মাস পর অবশেষে আগামী ৭ আগস্ট শুক্রবার পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বোর্ড (ডব্লিউবিজেইইবি) ফলাফল ঘোষণা করবে। ফলাফল ঘোষণার তারিখ নিশ্চিত করে চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, আগামী সপ্তাহে ফলাফলের সময় এবং কাউন্সেলিংয়ের সময়সূচী ঘোষণা করা হবে। বোর্ড অফিস থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করবে, এর পর এটি ওয়েবসাইটে wbjeeb.nic.in পাওয়া যাবে।
কর্মকর্তা জানান, “বোর্ড এপ্রিল মাসে মূল্যায়ন প্রক্রিয়া শেষ করেছে, তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরই ফলাফল ঘোষণার কথা বলা হয়েছিল। ১৭ জুলাই উচ্চমাধ্যমিকের ফলাফল ঘোষাণার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।”
কোভিড-১৯ পরিস্থিতিতে কী ভাবে হবে কাউন্সিলিং পক্রিয়া। জানা গিয়েছে অনলাইনে কাউন্সিলিং পক্রিয়া করার ভাবনা চিন্তা করছে বোর্ড. সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের তালিকাটি ওয়েবসাইট- wbjeeb.nic.in- এ থাকবে।
Read the full story in English