/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/election-commistion-website.jpg)
জোর কদমে চলছে ভোটগণনা। দিল্লির সিংহাসন কার দখলে, সেদিকে নজর আমজনতার। দিনের শেষে আসন অঙ্কে ফের একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় মোদী সরকার। অন্যদিকে বাংলায় চলছে বিজেপি তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াই।
গোটা দেশের নেট স্যাভি নাগরিকরা ক্রমন্বয়ে সার্চ করে চলেছেন, কার দখলে দিল্লি? কাজেই তাঁরা বারবার ঢুঁ মারছেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। যার ফলে গণনার মাঝপথে হঠাৎই মুখ থুবড়ে পড়ে কমিশনের ফলাফল প্রকাশের ওয়েবসাইট।
@ECISVEEPhttps://t.co/FnuQVTlZMV is not opening for last 20 minutes.
are others able to access it, or is there something wrong at my end— democracydatablog (@democracydblog) May 23, 2019
The website is experiencing heavy traffic in wake of elections, hence the server experiences temporary https://t.co/8jhEoa7rgu may try after some time or you may use Voter Helpline app https://t.co/3PwlaX1Hq0
— Election Commission #DeshKaMahatyohar (@ECISVEEP) May 23, 2019
বহুবার রিফ্রেশ করার পরও পেজ খুলতে ব্যর্থ হচ্ছে। তবে এ বিষয়ে সতর্ক ছিল নির্বাচন কমিশনের আইটি বিভাগ। তারা দ্রুত টুইট করে ওয়েবসাইটের সমস্যার কথা স্বীকার করেছে। কমিশন জানায়, শুরু থেকে ইউজার সংখ্যা (ইন্টারনেটের ভাষায় ট্রাফিক সংখ্যা) এত বেশি ছিল, যে মাঝপথে ডাউন হয়ে যায় সাইট। অন্যদিকে ভোটার হেল্পলাইন অ্যাপেও রিলোড নিয়ে সমস্যা দেখা দিয়েছে।
আরও পড়ুন: West Bengal Election 2019 Result Live: গেরুয়াঝড়ে দুর্গ রক্ষা তৃণমূলের
চটজলদি সমস্যা সমাধান করার চেষ্টা চালাচ্ছে নির্বাচন কমিশন। আপনি যদি সরাসরি নির্বাচন কমিশনের পেজে গিয়ে ভোটের ফলাফল জানতে চান, তাহলে ক্লিক করুন http://results.eci.gov.in/ লিঙ্কে।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ৪২টির মধ্যে ২২টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। ১৯টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১টি আসনে। ভোট হওয়া ৫৪২ টি আসনের মধ্যে ৫৩১ টি আসনের প্রাথমিক ফলাফলের নিরিখে ৩৫০ টি আসনে এগিয়ে যায় এনডিএ। ইউপিএ এগিয়ে যায় ৮৫ টি আসনে। অন্যরা এগিয়ে রয়েছে ১০৭ টি আসনে। যদিও এই ফল অনেকটাই প্রাথমিক ট্রেন্ড। পুরো ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।
Read the full story in English