Advertisment

দক্ষিণে মমতা ও উত্তরে মোদী-অমিত, শেষ প্রচারে কলকাতায় টক্কর?

একদিকে দক্ষিণ কলকাতায় মহামিছিল করবেন তৃণমূল নেত্রী, ওদিকে উত্তর কলকাতায় রোড শো করবে বিজেপি। নির্বাচন কমিশন একই দিনে দুই প্রতিপক্ষ দলের মেগা মিছিলের অনুমতি দেবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

author-image
IE Bangla Web Desk
New Update
bjp, 2019 lok sabha election,

কলকাতায় নরেন্দ্র মোদী বা অমিত শাহকে দিয়ে রোড শো করাতে চায় বিজেপি।

সপ্তম অর্থাৎ শেষ দফার লোকসভার নির্বাচন ১৯ মে। সেক্ষেত্রে ১৭ মে সারা দেশে লোকসভা নির্বাচনী প্রচারের শেষ দিন। এরাজ্যে প্রচারের শেষ দিনেও তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে চাইছে বিজেপি। যেমন তেমন টক্কর নয়, ওই দিন উত্তর কলকাতা বিজেপি চাইছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো। নিদেনপক্ষে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শো হলেও চলবে। যদিও এখনও চূড়ান্ত অনুমোদন দেন নি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় জানিয়েছেন অমিত শাহ রোড শো করবেন কলকাতায়, তবে দিন ঠিক হয়নি।

Advertisment

ইতিমধ্যে এরাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি জনসভা করেছেন। গত বছর জুলাইতে মেদিনীপুরের সভা থেকে লোকসভার প্রচার অভিযান শুরু করেছিলেন মোদী। বনগাঁয় মতুয়াদের ডাকে সভা করেছেন ঠাকুরনগরে। তারপর কলকাতার ব্রিগেড এবং শিলিগুড়ি সহ রাজ্যে একের পর এক নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী। ৬ মে ফের প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে। কিন্তু রাজ্য বিজেপির লক্ষ্য, এ রাজ্যে শেষ অবধি নিজেদের প্রচারের আলোয় রাখা। রাজনৈতিক মহলের মতে, রাজ্য স্তরে 'ভোট ক্যাচার' বা 'স্টার' প্রচারক বিজেপির তেমন কেউ নেই বললেই চলে। অতএব বিজেপির ভরসা সর্বভারতীয় নেতৃত্ব। এক্ষেত্রে প্রথম নাম নরেন্দ্র মোদী, দ্বিতীয় দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এছাড়াও নির্বাচনী প্রচারের প্রায় প্রতিদিনই একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও নেতা হাজির হয়েছেন বাংলার নির্বাচনী প্রচারের ময়দানে। তাই বিজেপি চাইছে শেষ অবধি প্রচারের চমক বজায় রাখতে।

বিজেপির উত্তর কলকাতার সভাপতি দিনেশ পান্ডে বলেন, "১৭ তারিখ আমাদের প্রচারের শেষ দিন। ওই দিন উত্তর কলকাতায় একটা বড় রোড শো হবেই। আমরা নরেন্দ্র মোদী বা অমিত শাহকে আনার চেষ্টা করছি। কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।" এখনও পর্যন্ত এরাজ্যে মোদী বা অমিত শাহ কোনও রোড শো করেন নি। দিনেশবাবুর বক্তব্য, "নেতৃত্ব বলেছিলেন নরেন্দ্র মোদী বা অমিত শাহর একটা জনসভা করতে। কিন্তু আমরা রোড শো চেয়েছি।" বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, "একটা কথাবার্তা চলছে প্রধানমন্ত্রীকে দিয়ে রোড শো করানোর। এখনও চূড়ান্ত হয় নি।"

এদিকে প্রথাগতভাবে দক্ষিণ কলকাতায় মহামিছিল করে নির্বাচনী প্রচার শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে কলকাতায় মিছিল করে প্রচারের যাত্রা শুরু করেন তৃণমূল নেত্রী। এটাই এখন রুটিন হয়ে গিয়েছে। এবং প্রচারের শেষ দিনে বড় মিছিল করাও রুটিন করে ফেলেছেন মমতা। অর্থাৎ যদি পরিকল্পনা মাফিক চলে সবকিছু, তবে ১৭ মে মহানগরে প্রচারে রীতিমত ঝড় উঠবে। একদিকে দক্ষিণ কলকাতায় মহামিছিল করবেন তৃণমূল নেত্রী, ওদিকে উত্তর কলকাতায় রোড শো করবে বিজেপি। তবে নির্বাচন কমিশন একই দিনে দুই প্রতিপক্ষ দলের মেগা মিছিলের অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

lok sabha 2019 bjp
Advertisment