Advertisment

উনিশের ভোটের লড়াইয়ে নজরে বাংলার তারকা প্রার্থীরা

এবারের নির্বাচনী লড়াইয়ে বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী, প্রবীণ রাজনীতিবিদ থেকে চলচ্চিত্র জগতের স্টাররাও রয়েছেন। কিন্তু রাজনীতির লড়াইয়ের ময়দান একেবারে ভিন্ন জগত। এই লড়াইয়ে বাঘা বাঘা ফেবারিট প্রার্থীদের পতন ঘটাও খুবই স্বাভাবিক।

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯

নুসরত, মিমি, বাবুল সুপ্রিয়, অর্জুন সিং।

Lok Sabha Election 2019, Key Candidates in West Bengal: ফাইনালের ফল প্রকাশিত হবে ২৩ মে। আর সেই ফলাফলে বিশেষ ভূমিকা পালন করতে চলেছে পশ্চিমবঙ্গের ৪২টি আসন। ভোট ময়দানে দীর্ঘ দেড় মাস ধরে যাঁরা চড়কি পাক খেলেন, সেই প্রার্থীরাই এবার জয়-পরাজয়ের কঠোর বাস্তবতার মুখোমুখি। উনিশের নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছেন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রী থেকে প্রবীণ রাজনীতিবিদ, আবার তরুণতুর্কী আগুনে ছাত্র নেতা থেকে ফিল্মস্টার, খেলোয়াড় সকলেই। তবে, রাজনীতির লড়াইয়ের ময়দান বরাবরই আলাদা। এই লড়াইয়ে বাঘা বাঘা 'ফেভারিট' প্রার্থীদেরও অনেক সময় শুকনো মুখে ফিরতে হয়। আবার কখনও একেবারে আনকোরা, অনামী প্রার্থীও হারিয়ে দেন হেভিওয়েটদের।

Advertisment

রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এবার পশ্চিমবঙ্গের লড়াই বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৪ সালের নির্বাচনে উত্তর ভারত তথা দেশের হিন্দি হৃদয়ে বিপুল সংখ্যক আসন জিতেছিল বিজেপি। ফলে, এবার সেসব আসনে প্রতিষ্ঠান বিরোধী হাওয়ায় আসন কমতে পারে পদ্ম শিবিরের। আর তাই উত্তর-পূর্ব ভারতের দিকে বিশেষভাবে নজর দিয়েছে বিজেপি। ত্রিপুরা ও অসমে ইতিমধ্যে পদ্ম পতাকা উড়িয়েছেন মোদী-শাহ। এবার তাঁদের বিশেষ লক্ষ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজ্য পশ্চিমবঙ্গ। তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসও বিনা যুদ্ধে সূচ্যগ্র মেদিনী ছাড়তে নারাজ। বরং, মোদী বিরোধিতায় দেশের মধ্যে অন্যতম মুখ হিসাবে উঠে এসেছেন মমতা। ফলে, বাংলার লড়াই এবার নজর কাড়া। অনেকের মতে এবার পশ্চিমবঙ্গের মূল লড়াই বিজেপি বনাম তৃণমূল হলেও, ময়দানে রয়েছে বাম দলগুলি এবং কংগ্রেস। কয়েকটি আসনে তাই লড়াই আক্ষরিক অর্থেই চতুর্মুখী। এবার জেনে নেওয়া যাক, এবারের নির্বাচনে বাংলার 'নজর কাড়া' প্রার্থীদের তালিকা-

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

Abhishek Banerjee (Diamond Harbour Constituency), অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডায়মন্ড হারবার):

লোকসভা নির্বাচনে এবার নজরকাড়া প্রার্থীদের তালিকায় অন্যতম নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমেই অভিষেকের সংসদীয় রাজনীতিতে অভিষেক। কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো কি এবারও জয় রাখতে পারবেন? এবারের ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। কলকাতা বিমানবন্দরে অভিষেকের স্ত্রীর ব্যাগ তল্লাশির ঘটনায় উত্তাপ ছড়িয়েছে বাংলা রাজনীতিতে। তাছাড়া মোদী-শাহরা যেভাবে বাংলায় ভোটপ্রচারে এসে ‘ভাতিজা’ বলে তোপ দেগেছেন, তাও রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Subrata Mukherjee (Bankura Lok Sabha Constituency), সুব্রত মুখোপাধ্যায় (বাঁকুড়া):

নেত্রীর নির্দেশে তৃণমূলের প্রবীণ এই নেতা এবার লোকসভার লড়াইয়ে শামিল হয়েছেন। কিন্তু, বাঁকুড়ায় কি বিরোধী শিবিরকে টেক্কা দিতে পারবেন পোড় খাওয়া রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায়? প্রসঙ্গত, গতবার বাঁকুড়ায় তৃণমূলের তারকা প্রার্থী ছিলেন মুনমুন সেন। তাঁকে আসানসোলে সরিয়ে এবার সুব্রত বন্দ্যোপাধ্যায়ের উপর বাজি ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Dilip Ghosh (Medinipur Lok Sabha Constituency), দিলীপ ঘোষ (মেদিনীপুর):

লোকসভার লড়াইয়ে এবার শামিল হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মেদিনীপুরে দিলীপের প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মানস ভুঁইয়া। ভোটপ্রচারে দিলীপ রীতিমতো লাইমলাইটে থাকলেও মানস ভুঁইয়াকে তেমন চোখে পড়েনি। দিলীপকে কখনও গদা হাতে দেখা গিয়েছে রামনবমীর মিছিলে, আবার একাধিকবার বেফাঁস মন্তব্য করেও খবরের শিরোনামে এসেছেন তিনি।

Bharati Ghosh (Ghatal Lok Sabha Constituency), ভারতী ঘোষ (ঘাটাল):

লোকসভা ভোটের মুখে পদ্মপতাকা হাতে তুলে নিয়ে চমকে দিয়েছিলেন একদা মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ। জীবনে এই প্রথমবার রাজনীতির ময়দানে নেমেছেন এই দুঁদে আইপিএস। ভোটের দিন ঘাটালে শুরু থেকে শেষ একটাই নাম উচ্চারিত হয়েছে, ভারতী ঘোষ। এবারের ভোটে বহুলচর্চিত প্রার্থীদের তালিকায় তাই অন্যতম ভারতী। তিনি একদিকে যেমন উত্তরপ্রদেশে থেকে লোক ঢুকিয়ে দেওয়ার হুমকি দিয়ে বিতর্ক বাঁধিয়েছেন, তেমনই ভোটের মুখে তাঁর গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনাতেও তুমুল শোরগোল পড়েছে। ভোটের দিন ভারতীকে ঘিরে রীতিমতো তেতে ছিল ঘাটালের কেশপুরও।

Dev (Ghatal Lok Sabha Constituency), দেব (ঘাটাল):

তিনি সুপারস্টার। তাঁকে ঘিরে বরাবরই উন্মাদনা জনমানসে। এবারও ভোটপ্রচারে তাঁকে ঘিরে জনতার ঢল ছিল চোখে পড়ার মতো। তৃণমূলের তারকাপ্রার্থীদের মধ্যে দেব বরাবরই জনপ্রিয়তার নিরিখে অনেকের থেকেই এগিয়ে থাকেন। ভারতী ঘোষের বিরুদ্ধে এবারও কি তাঁর ফিল্মি ম্যাজিক ধোপে টিকবে?

Locket Chatterjee (Hooghly Lok Sabha Constituency), লকেট চট্টোপাধ্যায় (হুগলি):

সিনে দুনিয়ার পরিচিত মুখ লকেট চট্টোপাধ্যায় কয়েকবছর ধরেই রাজনীতির ময়দানে। প্রথমে তৃণমূলে থাকলেও শিবির বদলে পরবর্তীকালে পদ্ম পতাকা হাতে নিয়েছেন তিনি। বর্তমানে বিজেপির রাজ্য মহিলা মোর্চার প্রধান লকেট এবার লড়ছেন হুগলি থেকে। ভোটের দিন কখনও তাঁকে প্রিসাইডিং অফিসারকে ধমক দিতে দেখা গিয়েছে, কখনও আবার তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীরা।

Mausam Benazir Noor (Malda North Lok Sabha Constituency), মৌসম বেনজির নুর(মালদা উত্তর):

লোকসভা নির্বাচনের আগে ‘হাত’ বদলে এবার তৃণমূলে যোগ দিযেছেন গণিখান চৌধুরীর ভাগ্নী মৌসম বেনজির নুর। এতদিন কংগ্রেসের টিকিটে জয়ের হাসি হেসেছিলেন মৌসম। মালদা উত্তর কেন্দ্রে মৌসমের হাত ধরে কি প্রথমবার ঘাসফুল ফুটবে?

Sougata Roy (Dumdum Lok Sabha Constituency), সৌগত রায় (দমদম):

দমদমে এবার জিতলে নয়া নজির গড়বেন তৃণমূলের সৌগত রায়। দমদম কেন্দ্রে এখনও পর্যন্ত কোন দল টানা তিনবার জেতেনি। ফলে এবার যদি সৌগত হ্যাটট্রিক করেন, তাহলে নিঃসন্দেহে রেকর্ড গড়বেন সৌগত।

Samik Bhattacharya (Dumdum Lok Sabha Constituency), শমীক ভট্টাচার্য (দমদম):

দমদমে এবার জিততে মরিয়া বিজেপির শমীক ভট্টাচার্য। সৌগত রায় ও নেপালদেব ভট্টাচার্যকে টেক্কা দিতে এবার নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন শমীক। পাশাপাশি ভোটের আগে দমদমে মোদীর সভায় ভিড় ছিল চোখে পড়াল মতো।

Arjun Singh(Barrackpore Lok Sabha Constituency), অর্জুন সিং (ব্যারাকপুর):

লোকসভার টিকিট না মেলায় এবার তৃণমূলের ঝান্ডা ছেড়ে পদ্মপতাকা হাতে তুলে নিয়েছেন ভাটপাড়ার ডাকাবুকো নেতা অর্জুন সিং। ব্যারাকপুরে এবার বিজেপির টিকিটে লড়ছেন অর্জুন। ভোটের দিন অর্জুন সিংকে ঘিরে তেতে ছিল ব্যারারপুর। প্রতিপক্ষ তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে টেক্কা দিয়ে অর্জুনের লক্ষ্যভেদ হয় কিনা সেটাই দেখার।

Sudip Banerjee (Kolkata Uttar Lok Sabha Constituency), সুদীপ বন্দ্যোপাধ্যায় (কলকাতা উত্তর):

কলকাতা উত্তরে এবারও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের মতো হেভিওয়েট কেন্দ্রে এবার প্রেস্টিজ লড়াই। সুদীপের প্রতিদ্বন্দ্বী বিজেপির রাহুল সিনহা। রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার হয়ে কারাবাসের সাজা ভোগ করেছেন সুদীপ। জেল যাপনের পর এবার লোকসভার লড়াইয়ে পুরনো ম্যাজিক দেখাতে পারেন কিনা সুদীপ, সেদিকেই তাকিয়ে বঙ্গ রাজনীতি।

আসানসোলে বিজেপির নজরকারা প্রার্থী আসানসোলে বিজেপির নজরকারা প্রার্থী

Babul Supriyo (Asansol Lok Sabha Constituency), বাবুল সুপ্রিয় (আসানসোল):

আসানসোলে গতবার জয়ী হয়েছিলেন বিজেপির বাবুল সুপ্রিয়। এবার বাবুলের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূলের মুনমুন সেন। ভোটের দিন বাবুলকে ঘিরে যেমন বিক্ষোভের ছবি সামনে এসেছে, তেমনই তাঁর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের তারকা প্রার্থীকে টেক্কা কি দিতে পারবেন বাবুল?

Moonmoon Sen (Asansol Lok Sabha Constituency), মুনমুন সেন (আসানসোল):

গতবার বাঁকুড়ায় সিপিএমের বাঘা প্রার্থী বাসুদেব আচারিয়াকে হারিয়ে সংসদে পা রেখেছিলেন মুনমুন সেন। এবার ভোটের প্রচারে মা সুচিত্রা সেনের নাম নিয়ে বিতর্কে জড়িয়েছেন মুনমুন। প্রতিপক্ষ বাবুলকে ‘বাচ্চা ছেলে’ বলেও কটাক্ষ করেছেন। বাঁকুড়ার সাফল্যের হার আসানসোলে মুনমুন দেখাতে পারেন কিনা সেটাই দেখার।

Nusrat Jahan (Basirhat Lok Sabha Constituency), নুসরত জাহান (বসিরহাট):

এই প্রথমবার ভোটের লড়াইয়ে টলিউডের এই মুহূর্তের প্রথম সারির নায়িকা নুসরত জাহান। তৃণমূলের টিকিটে এবার বসিরহাটের প্রার্থী নুসরত। লোকসভা নির্বাচনের শুরু থেকেই চর্চায় রয়েছেন নুসরত।

Mimi Chakraborty (Jadavpur Lok Sabha Constituency): মিমি চক্রবর্তী (যাদবপুর):

নুসরতের মতো ভোটের লড়াইয়ে এবার শামিল হয়েছেন টলিউডের আরেক গ্ল্যামার ক্যুইন মিমি চক্রবর্তী। যাদবপুরের মতো হেভিওয়েট কেন্দ্রে এবার মিমির হাত ধরে ঘাসফুল ফোটে কিনা, সেদিকেই নজর রাজনীতির কারবারীদের। মিমির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন পোড় খাওয়া রাজনীতিবিদ বামেদের বিকাশরঞ্জন ভট্টাচার্য। বিজেপির প্রার্থী রয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা।

Anupam Hazra (Jadavpur Lok Sabha Constituency), অনুপম হাজরা (যাদবপুর):

গতবার তৃণমূলের টিকিটে বোলপুর থেকে জিতে সংসদ গিয়েছিলেন অধ্যাপক অনুপম হাজরা। এবার দল বদলে যাদবপুরের মতো কঠিন কেন্দ্রে ভোটের লড়াইয়ে নেমেছেন অনুপম। একদিকে টলি স্টার তৃণমূলের মিমি, অন্যদিকে, প্রবীন রাজনীতিবিদ বিকাশরঞ্জন ভট্টাচার্য, দুই বাঘা প্রতিপক্ষকে টেক্কা দিয়ে যাদবপুরে পদ্মফুল ফোটাতে কি পারবেন অনুপম?

Satabdi Roy (Birbhum Lok Sabha Constituency), শতাব্দী রায় (বীরভূম):

বীরভূমে এবার জিতলে হ্যাটট্রিক করবেন তৃণমূলের তারকা প্রার্থী শতাব্দী রায়। বীরভূম মানেই দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের গড়। এবার ভোটের আগে তাঁকে কমিশন নজরবন্দি করলেও অনুব্রত ছিলেন অনব্রততেই। বীরভূমে অনুব্রত মণ্ডলের দাপটে শতাব্দীর ভাগ্যে শিকে ছেড়ে কিনা সেটাই দেখার।

Adhir Chowdhury ( Berhampore Lok Sabha Constituency), অধীর চৌধুরী (বহরমপুর):

বহরমপুর মানেই অধীর গড়। এবারও ভোটে নজর ছিল বহরমপুরে। অধীরকে আরএসএস সাহায্য করছে বলে গুরুতর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সে অভিযোগ উড়িয়ে দেন অধীর। নিজের এলাকায় জয়ের ধারা বজায় রাখতে পারেন কিনা মুর্শিদাবাদের বেতাজ বাদশা, সেদিকেই চোখ সকলের।

Deepa Dasmunsi (Raiganj Lok Sabha Constituency), দীপা দাশমুন্সী (রায়গঞ্জ):

রায়গঞ্জ দিয়েই এবার বাংলায় প্রচার শুরু করেছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সীর গড়ে এবার ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন স্ত্রী দীপা দাশমুন্সী। গতবার এই কেন্দ্র থেকে জিতেছিলেন বামেদের মহম্মদ সেলিম। এবার সেলিমকে টেক্কা দিয়ে দীপা দিল্লি যেতে পারবেন?

MD Salim (Raiganj ok Sabha Constituency), মহম্মদ সেলিম (রায়গঞ্জ):

গতবারের জয়ের ধারা বজায় রাখছে এবারও পুরোদমে প্রচার সেরেছেন মহম্মদ সেলিম। ভোটের দিন সেলিমের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল।

Abhijit Mukherjee (Jangipur Lok Sabha Constituency), অভিজিৎ মুখোপাধ্যায় (জঙ্গিপুর):

জঙ্গিপুরে এবার ভোটের ময়দানে পুনরায় পা রেখেছেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। অধীরের মতো অভিজিতের বিরুদ্ধেও মমতা বিস্ফোরক অভিযোগ করে বলেছিলেন, ‘প্রণব-পুত্রকে সাহায্য করছে আরএসএস’।

tmc bjp CONGRESS dilip ghosh Dev CPIM west bengal politics lok sabha 2019 General Election 2019
Advertisment