Advertisment

মুকুলের হিসাব: ১০টি লোকসভা আসনের মধ্যে ১টি পাবে তৃণমূল! কোনটি?

মোট ১০ কেন্দ্রের নির্বাচনের পর অন্তত ১টি আসন তৃণমূলকে দিয়েছেন দলের একসময়ের সেকেন্ড-ইন-কমান্ড। রাজ্যের ৩২টি লোকসভা আসনের নির্বাচন এখনও বাকি। দেখা যাক, শেষ পর্যন্ত মুকুলের অঙ্ক মেলে কি না।

author-image
IE Bangla Web Desk
New Update
2019 loksabha election, mukul roy, bjp, মুকুল রায়, বিজেপি,

তৃতীয় দফার নির্বাচনের পরও জয়-পরাজয়ের হিসেব দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

প্রথম ও দ্বিতীয় দফার মতোই তৃতীয় দফার লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই জয়-পরাজয়ের হিসাব দিলেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবারের নির্বাচনে পাঁচ আসনে আসনে বিজেপি ২ আসনে জয় পাবে, এ ব্যাপারে নিশ্চিত 'ভোট ম্যানেজার' মুকুল। মুর্শিদাবাদের দুই আসনে বিজেপি একটিও জিতবে না বলেই জানিয়েছেন মুকুল রায়। এদিন তৃণমূল কংগ্রেসকে একটি আসন দিয়েছে একদা তৃণমূলের প্রধান সেনাপতি। আর সেই আসনটি হল মুর্শিদাবাদ। তাঁর মতে, জঙ্গিপুরে জয়ী হবে কংগ্রেস। মুকুল এদিন দাবি করেন, মালদা উত্তর কেন্দ্র জয়ী হবে বিজেপি এবং মালদা দক্ষিণ আসনে যেতে চলেছে কংগ্রেসের ঝুলিতে। এছাড়া বালুরঘাটে বিজেপির জয় নিয়ে কোনও সংশয় নেই বলেই জানিয়েছেন তিনি।

Advertisment

প্রথম দফায় উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে নির্বাচন দিয়ে রাজ্য়ে লোকসভার ভোটগ্রহণ শুরু হয়। কোচবিহারে নির্বাচনের দিন বিভিন্ন জায়গায় অশান্তি হয়। তৃণমূল প্রার্থী নিশীথ প্রামাণিক আটশোর বেশি বুথে পুনর্নির্বাচনর দাবি জানিয়ে প্রশাসনিক দফতরের সামনে অবস্থান-ধর্নায় বসেন। এরপরের দিন নির্বাচন কমিশনের কাছে বিজেপি শুধু কোচবিহার কেন্দ্রেই প্রায় তিনশো বুথে পুনরায় ভোটের দাবি জানায়। এরপরও মুকুল রায় দাবি করেছিলেন প্রথম দফায় বিজেপি ২, তৃণমূল ০।

সাত দফার নির্বাচনে দ্বিতীয় দফায় দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোট হয়। সেই ভোটেও কিছু বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। ওই ভোটের পরও মুকুল রায়ের দাবি ছিল, দ্বিতীয় দফায় ৩-০ ফলে এগিয়ে রইল বিজেপি। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে ৫-০ ফলে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে চলেছে বিজেপি। তৃতীয় দফার শেষে আরও দুই কেন্দ্রে জয় পেয়ে এখনও পর্যন্ত বিজেপির ঝুলিতে যেতে চলেছে মোট ৭টি আসন। এমনটাই অভিমত মুকুল রায়ের। তবে মোট ১০ কেন্দ্রের নির্বাচনের পর অন্তত ১টি আসন তৃণমূলকে দিয়েছেন দলের একসময়ের সেকেন্ড-ইন-কমান্ড। রাজ্যের ৩২টি লোকসভা আসনের নির্বাচন এখনও বাকি। দেখা যাক, শেষ পর্যন্ত মুকুলের অঙ্ক কোন দিকে গড়ায়।

mukul roy bjp tmc
Advertisment