চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটপর্ব। কমিশনের তথ্য অনুসারে বিকেল ৩টে পর্যন্ত ভোটের হার ৫০.৯৩শতাংশ। ত্রিপুরায় সর্বোচ্চ ভোট পড়েছে ৬৮.৯ শতাংশ। এর ঠিক পরেই রয়েছে মণিপুর। যেখানে ভোট পড়েছে ৬৮.৫ শতাংশ। ছত্তিশগড়ে বিকেল ৩টে পর্যন্ত ৬৩.৯ শতাংশ ভোট পড়েছে। যেখানে বাংলা ও অসমে বিকেল ৩টে পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।
লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে মোট ১৩ টি রাজ্যের ৮৮ টি আসনে আজ ভোট হচ্ছে। দ্বিতীয় ধাপে ভোট হচ্ছে কেরলের ওয়েনাডেও। এখান থেকেই টানা দ্বিতীয়বারের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দ্বিতীয় পর্বের ভোটে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন কেরালার ওয়ানাড থেকে রাহুল গান্ধী এবং তিরুবনন্তপুরম থেকে কংগ্রেসের শশী থারুর। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি প্রার্থী রাজীব চন্দ্রশেখরের বিরুদ্ধে লড়ছেন শশী থারুর। মথুরা থেকে লড়ছেন হেমা মালিনী, রাজনন্দগাঁও থেকে ভূপেশ বাঘেল, বেঙ্গালুরু গ্রামীণ থেকে ডি.কে. সুরেশ এবং তেজস্বী সূর্য বেঙ্গালুরু দক্ষিণ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিজেপির টিকিটে রাজস্থানের কোটা আসন থেকে লড়ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বিহারের পূর্ণিয়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাপ্পু যাদব। মিরাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী অরুণ গোভিল।
বিকাল তিনটে পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রিপুরার একমাত্র নির্বাচনী এলাকায় প্রায় ৬৮.৯২ শতাংশ ভোট পড়েছে। সর্বনিম্ন ভোট পড়েছে মহারাষ্ট্রে ৪৩.০১ শতাংশ।