একদিকে ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বিরোধীদের টার্গেট করার দাবি অন্যদিকে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে জার্মানি-আমেরিকার পর এবার মুখ খুলল রাষ্ট্রসংঘ। এরই মাঝে এনডিএ-তে যোগ দেওয়ার ৮ মাসের ব্যবধানে প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে এবার বন্ধ হল সিবিআই তদন্ত।
গত বছরের জুনে, প্রফুল প্যাটেল এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গে পাটনায় একটি বিরোধী জোটের বৈঠকে অংশ নিয়েছিলেন। এর ঠিক এক মাস পরে তিনি আরও ছয় এনসিপি নেতার সঙ্গে অজিত পাওয়ার দলে যোগ দেন এবং এনডিএ-র অংশ হন। অজিত পাওয়ার নিজেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। বিরোধীরা তখন অভিযোগ করেছিল যে সিবিআই তদন্তের ভয়ে প্রফুল্ল প্যাটেল এনডিএ-তে যোগ দিয়েছেন।
কংগ্রেস আমলে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বও সামলেছেন তিনি। ২০১৭ সালের মে মাসে, সিবিআই প্যাটেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে দুটি মামলা দায়ের করেছিল। অভিযোগ ছিল টাকা’র বিনিময়ে বেসরকারি বিমান সংস্থার হাতে এয়ার ইণ্ডিয়ার লাভ জনক রুট তুলে দেন তিনি। পাশাপাশি বিমান কেনার ক্ষেত্রেও বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তার বিরুদ্ধে মামলা দায়ের করে। এরপর ইডিও এই মামলার তদন্ত শুরু করে।
তবে আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রফুল্ল প্যাটেলকে বিরাট স্বস্তি দিয়েছে সিবিআই। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে সিবিআই একটি ক্লোজার রিপোর্ট দাখিল করে জানিয়েছেন এই মামলায় তারা প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে কোন সুর্নিদিষ্ট প্রমাণ পান নি। তবে সিবিআই ক্লিনচিট দিলেও প্রফুল্ল প্যাটেলের বিরুদ্ধে এখনও তদন্ত করছে ইডি।