Advertisment

Lok Sabha Election 2024: বামের সাঁড়াশি আক্রমণে দিশেহারা রাহুল, লোকসভা নির্বাচনের প্রথম দিনেই হুঙ্কার 

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্বের মধ্যেই রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা আঘাত করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

author-image
IE Bangla Web Desk
New Update
Lok Sabha Election 2024: বামের সাঁড়াশি আক্রমণে দিশেহারা রাহুল, লোকসভা নির্বাচনের প্রথম দিনেই হুঙ্কার 

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্বের মধ্যেই রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা আঘাত করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

Pinarayi Vijayan On Rahul Gandhi: লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট পর্বের মধ্যেই রাহুল গান্ধীর বক্তব্যের পাল্টা আঘাত করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কোঝিকোড়ে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেছিলেন, "জেল শব্দটি ব্যবহার করে আমাকে ভয় দেখাবেন না। আপনার দিদিমা (ইন্দিরা গান্ধী) তাঁর শাসনকালে আমাকে জেলে বন্দী করেছিলেন। আমি দেড় বছর জেলে ছিলাম। আমরা আপনার অশোহ চৌহ্বানের মতো জেলে যেতে ভয় পাইনা"।

Advertisment

'আমরা জেল এবং তদন্তকে ভয় পাই না', রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন। রাহুল গান্ধীকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন, 'আপনার দিদিমা বামপন্থী বেশিরভাগ নেতাকে দেড় বছরেরও বেশি সময় ধরে জেলে রেখেছিলেন। আমাদের জেরা ও জেলে যাওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমরা জেলের জীবন দেখেছি। আমরা জেলে যেতে ভীত নই'।

কেরলে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় বাম-কংগ্রেস। দুই দলের নেতারা একে অপরের লোকসভা ভোটের আগে নিশানা করেছেন। এদিকে লোকসভা ভোটের প্রথম দিনেই ফের একবার কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি রাহুল গান্ধীকে লক্ষ্য করে বলেছেন, কংগ্রেস নেতাদের মতো জেলে যেতে তিনি মোটেও ভয় পান না।

আসলে মাত্র একদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিস্ময় প্রকাশ করে বলেছিলেন বর্তমানে দুই বিরোধী মুখ্যমন্ত্রী জেলবন্দী থাকলেও কেরলের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন এমন আচরণ করা হচ্ছে না। তিনি এও বলেন, কেন ইডি এবং সিবিআই সহ অন্যান্য কেন্দ্রীয় সংস্থাগুলি কেরলের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে না।

কোঝিকোড়ে রাহুল গান্ধীর এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিজয়ন। একটি বিশাল নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি বলেছিলেন যে আপনার দিদিমা ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার সময় আমাকে এবং বেশিরভাগ বাম নেতাকে কারাগারে বন্দী করেছিলেন। আপনার দিদিমা বামপন্থী নেতাদের অধিকাংশকে দেড় বছরেরও বেশি সময় জেলে রেখেছিলেন। আমাদের জেরা ও জেলে যাওয়ার যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমরা জেলের জীবন দেখেছি। আমরা জেলে যেতে এতটুকুও ভীত নই। তাই আমাদের তদন্ত ও জেলের হুমকি দেওয়ার চেষ্টা করবেন না।

রাহুল গান্ধী সহ রাজ্যের ১৭ জন ইউডিএফ সাংসদকে আক্রমণ করে বিজয়ন বলেছিলেন যে তাদের কেউই সংসদে কেরলের অধিকার এবং স্বার্থের জন্য আওয়াজ তোলেনি। কেন্দ্রীয় সরকার যখন কেরলকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করার চেষ্টা করেছেন তখন রাহুল সহ অন্যান্য কংগ্রেস সাংসদরা কি তার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, "কেরলের প্রতি বিজেপির ঘৃণার কারণটা বুঝতে পারি, কিন্তু কেন কংগ্রেস আমাদের প্রতি এত আগ্রাসী"?

পিনারাই বিজয়ন বলেছেন, "দেশের কোটি কোটি মানুষ উদ্বিগ্ন যে তাদের জীবন CAA-র কারণে প্রভাবিত হবে। তারা এই দেশে থাকতে পারবে কি না তা নিয়ে তারা চিন্তিত। তাদের উদ্বেগের সমাধান দরকার এবং আমাদের সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু কংগ্রেস কেন এই বিষয়ে সঙ্ঘ পরিবারের সঙ্গে দাঁড়াচ্ছে"?

loksabha election 2024
Advertisment