দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন অরবিন্দ কেজরিওয়াল? বড়সড় বিবৃতি দিলেন AAP প্রধান। আম আদমি পার্টির আহ্বায়ক এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। এর মধ্যেই পদত্যাগ নিয়ে বড়সড় বিবৃতি দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
কেজরিওয়াল শুক্রবার দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় বলেন, ‘আমাদের সংগঠন এবং কর্মীরা আম আদমি পার্টির সবচেয়ে বড় শক্তি’। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তিনি বলেন, ‘আমাকে জেলে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে’।
কেজরিওয়াল বলেন, "আমরা জেলে যেতে ভয় পাই না। আমি একবার জেলে ১৫ দিন ছিলাম। মণীশ সিসোদিয়া যদি ৯ মাস জেলে থাকতে পারেন। সত্যেন্দ্র জৈন এক বছর জেলে থাকতে পারেন, আমিও জেলে যেতে ভয় পাই না।"
আমরা ক্ষমতার লোভী নই - মুখ্যমন্ত্রী কেজরিওয়াল
কেজরিওয়াল আরও বলেন, "আমরা ক্ষমতার লোভী মুখ্যমন্ত্রীর চেয়ারের প্রতি আমার কোনো লোভ নেই।আমি জেল থেকে পদত্যাগ করব নাকি সরকার চালাব তা নিয়ে আমি বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করছি।আমার সব বিধায়ক ও কাউন্সিলরদের সঙ্গেও আলোচনা হয়েছে। আজ আমার কর্মীদের সঙ্গে কথা হয়েছে।"
‘জনগণের ইচ্ছা ছাড়া আমরা কিছু করব না’
মুখ্যমন্ত্রী আপ কর্মীদের উদ্দেশ্যে বলেন, "এখন আমি আপনাদের ওপর দায়িত্ব চাপিয়ে দিচ্ছি। দিল্লির মানুষ আমাদের অনেক ভালবাসা দিয়েছে। দিল্লির মানুষের ইচ্ছা ছাড়া আমরা কিছু করব না। আপনাদের দিল্লির মানুষের কাচে গিয়ে জনগণকে জিজ্ঞেস করতে হবে কী করা উচিত। জনগণ বলবে আমরা করব।"
'বিজেপি ও নরেন্দ্র মোদীর কড়া সমালোচনা'
কেজরিওয়ালও তাঁর দলের কর্মীদের বলেছিলেন যে আজ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু হয়েছে। তিনি বলেন, " আমাদের প্রতিটি ঘরে গিয়ে বিজেপি এবং নরেন্দ্র মোদীর আসল চেহারা ফাঁস করতে হবে। আমি জেলের ভিতরে থাকি বা বাইরে, এবার বিজেপি একটি লোকসভা আসনও পাবে না দিল্লি থেকে" ।