Advertisment

Lok Sabha Election 2024: 'বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৫ কোটির প্রস্তাব', ভোটের আগে মারাত্মক অভিযোগ, FIR দায়ের

বিধায়কের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআআর দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
aap MLA complaints against BJP

'বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৫ কোটির প্রস্তাব', ভোটের আগে মারাত্মক অভিযোগ, FIR দায়ের

লোকসভা ভোটেরাগেই আপ বিধায়ককে ৫ কোটির প্রস্তাব। মারাত্মক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ইতিমধ্যেই বিধায়কের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআআর দায়ের করা হয়েছে।

Advertisment

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের বিরুদ্ধে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে আপ। বিরোধী জোট ইন্ডিয়া বিজেপির বিরুদ্ধে ইডি-সিবিআইয়ের মত কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের অভিযোগ এনেছে। এর মাঝেই পাঞ্জাবের আপ বিধায়ককে বিজেপিতে যোগ দিতে ৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে এই বিষয়ে পুলিশে এফআইআর দায়ের করা হয়েছে।

পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) বিধায়ক রাজিন্দরপাল কৌর দাবি করেছেন, তাকে বিজেপিতে যোগ দেওয়ার ৫ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁকে লোকসভা ভোটের টিকিটের প্রস্তাবও দেওয়া হয়। ফোনে আপ বিধায়ককে এই প্রস্তাব দেওয়া হয় বলেও জানিয়েছেন আপ বিধায়ক। পরে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন। পুলিশ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

লুধিয়ানা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ককে কিনে নেওয়ার মারাত্মক অভিযোগ বিজেপির বিরুদ্ধে। কী জানিয়েছেন আপ বিধায়ক?

লুধিয়ানা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির বিধায়ক রাজিন্দরপাল কৌর পুলিশকে জানিয়েছেন, 'কয়েকদিন আগে একটি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি তাকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ৫ কোটি টাকা ও লোকসভার টিকিটের প্রস্তাব দেন'। যদিও বিধায়কের দাবি তিনি ওই ব্যক্তিকে বলেন, 'আমি বিষয়টি নিয়ে কথা বলতে রাজি নই'। কিন্তু বিধায়ককে সেই প্রস্তাব বিবেচনা করার অনুরোধ জানান ওই ব্যক্তি।

বিধায়ক রাজিন্দরপাল কৌর জানিয়েছেন, 'বিজেপিতে যোগ দেওয়ার জন্য টানা ৪ দিন একই নম্বর থেকে ফোন আসে। হাইকমান্ডের সঙ্গে বৈঠকের জন্য দিল্লিতে আসতেও বলা হয় তাকে'। এরপরই থানায় অভিযোগ করা হয়। পুলিশ 171E (ঘুষ) এবং জনপ্রতিনিধিত্ব আইন, 1951 এর ধারা 123 (1) এর অধীনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

AAP bjp loksabha election 2024
Advertisment