আপের রাজ্যসভার সদস্য স্বাতি মালিওয়ালের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে দিল্লি পুলিশ। আম আদমি পার্টির (আপ) আহ্বায়ক এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে তাঁকে লাঞ্ছিত করার অভিযোগে একটি এফআইআর দায়ের করা হয়েছে। কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধেই স্বাতি মালিওয়ালকে লাঞ্ছনার অভিযোগ সামনে আসে। এরপরই দিল্লি পুলিশ মালিওয়ালের বয়ান রেকর্ড করার পর বৈভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ে করে। দিল্লি পুলিশ রাতে বৈভব কুমারের বাড়িতে গেলেও সেখানে তিনি ছিলেন না বলেই জানা গিয়েছে। গভীর রাতে AIIMS-এ পৌঁছান মালিওয়াল। সেখানে তার ডাক্তারি পরীক্ষা করা হয়।
পুলিশ কর্মকর্তাদের মতে, এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মালিওয়াল। বিষয়টি নিয়ে শুক্রবার বৈভব কুমারকেও তলব করেছে জাতীয় মহিলা কমিশন। অতিরিক্ত পুলিশ কমিশনার পিএস কুশওয়াহার নেতৃত্বে দুই সদস্যের একটি দল স্বাতী মালিওয়ালের বয়ান রেকর্ড করার পরে এফআইআর দায়ের করেছে। মধ্য দিল্লিতে তার বাসভবনে মালিওয়ালের বক্তব্য রেকর্ড করেছে পুলিশ।
আধিকারিকদের মতে, বৈভব কুমারের বিরুদ্ধে সিভিল লাইন পুলিশ স্টেশনে আইপিসি ৩৫৪, ৫০৬, ৫০৯, ৩২৩ নং ধারার অধীনে মামলা দায়ের করা হয়। সূত্রের খবর, অভিযোগে স্বাতি মালিওয়াল পুলিশকে জানিয়েছেন, বৈভব তাঁকে চড় ও লাথি মেরেছেন, তাঁর পেটে আঘাত করেছেন, এমনকি লাঠি দিয়েও মেরেছেন। এদিকে এই ঘটনায় বিজেপির রাজনীতির রঙ লাগানো উচিত নয় বলেও মন্তব্য করেছেন স্বাতি মালিওয়াল।
বৃহস্পতিবারই স্বাতি মালিওয়াল তার উপর ঘটে যাওয়া হামলার বিষয়ে মুখ খুলেছেন। তিনি বলেন, এই ঘটনায় বিজেপির রাজনীতি করা উচিত নয়। তিনি 'এক্স'-এ একটি পোস্টে বলেছেন, "আমার সঙ্গে ঘটেছে তা খুবই খারাপ। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে আমি পুলিশের কাছে আমার বয়ান রেকর্ড করেছি। আশা করি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, দেশে নির্বাচন চলছে এবং স্বাতী মালিওয়াল গুরুত্বপূর্ণ নয়, দেশের সমস্যা গুরুত্বপূর্ণ। মালিওয়াল বলেছেন, "বিজেপির কাছে বিশেষ অনুরোধ এই ঘটনায় রাজনীতির রঙ টেনে আনবেন না।"
আরও পড়ুন- Char Dham Yatra: পাঁচ দিনেই মৃত্যু ১১ পুণ্যার্থীর, চারধাম যাত্রা ঘিরে সতর্ক উত্তরাখণ্ড সরকার
এদিকে এই ঘটনায় নীরব থেকেছেন অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গে সাংবাদিক সম্মেলন চলাকালীন কেজরিওয়ালকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোন উত্তর দেননি। আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, দল ইতিমধ্যেই এই বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছে।
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) স্বাতি মালিওয়ালের উপর হামলার বিষয়ে নীরবতার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছে। বিজেপির অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী 'গুন্ডার' মতো আচরণ করছেন। বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া দাবি করেছেন যে কেজরিওয়াল এই মামলার 'প্রধান অপরাধী' কারণ অভিযোগ অনুসারে, তাঁর সহযোগী বৈভব কুমার মুখ্যমন্ত্রীর বাসভবনে মালিওয়ালের উপর হামলা করেছিলেন। এর জন্য দিল্লি পুলিশকে ফোন করে মালিওয়ালের দায়ের করা অভিযোগের কথা উল্লেখ করেছেন ভাটিয়া।
বিজেপির দিল্লি রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, 'অবশেষে স্বাতি মালিওয়াল তার নীরবতা ভঙ্গ করেছেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে পুলিশকে জানিয়েছেন'।
তিনি আরও বলেন, 'মুখ্যমন্ত্রীর বাসভবনে যখন স্বাতী মালিওয়ালের সঙ্গে এমন ঘটনা ঘটে, তখন কেজরিওয়াল বাড়িতেই ছিলেন। সর্বোপরি, কেন একজন নারীকে নির্যাতন হতে দিলেন কেজরিওয়াল? কেন তারা এটা বন্ধ করার চেষ্টা করেনি? চারদিন ধরে চুপ করে বসে আছেন কেন কেজরিওয়াল? তিনি বলেছিলেন, 'দিল্লির মুখ্যমন্ত্রীর যদি একটুও সৎ হন অবিলম্বে বৈভবকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। গোটা দেশ এবং গোটা সমাজ আজ স্বাতী মালিওয়ালের পাশে দাঁড়িয়েছে।
কংগ্রেসের মুখপাত্র রাগিনী নায়ক বলেছেন, মালিওয়ালের উপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। রাগিনী নায়ক বলেন, এ ব্যাপারে কংগ্রেসের অবস্থান খুবই স্পষ্ট। তিনি বলেন, “যদি কোন মহিলার বিরুদ্ধে কোন অপরাধ সংঘটিত হয়, তাহলে সেই অপরাধের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, সে যেকোনো রাজনৈতিক দলেরই হোক না কেন তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত।
স্বাতীর ঘটনা নিয়ে প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘কোনও মহিলার উপরে অত্যাচার হলে সেই নির্যাতিতার পক্ষেই কথা বলব, আশা করব কেজরীওয়াল বিষয়টি জানেন, তা হলে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেবেন।’’