Advertisment

করোনায় প্রাণ গেল মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুর রহমানের

করোনা আক্রান্ত হয়ে দিন কয়েক কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
abdur rahaman

মুরারইয়ের বিদায়ী বিধায়ক তৃণমূলের আবদুর রহমান।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের বিদায়ী বিধায়ক তৃণমূলের আবদুর রহমানের। কলকাতার আরএন টেগোর হাসপাতালে চিকিথসাধীন ছিলেন তিনি। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

Advertisment

ইতিমধ্যে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন প্রার্থী। তার মধ্যে মৃত্যু হয়েছে সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের এবং জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর।

২০২১ সালের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় শুরুতে মুরারই থেকে আবদুর রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল। প্রচারও শুরু করেন। কিন্তু অসুস্থ হয়ে পড়েন তিনি। চিকিৎসকরা তাঁকে কোনওরকম ধকল না নেওয়ার পরামর্শ দেন। এরপরই মুরারই বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করে জোড়া-ফুল শিবির।

আবদুর রহমানের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল। চিকিৎসার জন্য শাসক দলের বিদায়ী বিধায়ককে কলকাতায় স্থানান্তরিত করা হয়। দক্ষিণ কলকাতার আরএন টেগোর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। অবশেষে শনিবার সকালে হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন মুরারইয়ের বিদায়ী বিধায়ক।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus westbengal Birbhum tmc
Advertisment