Advertisment

Abhishek Banerjee: যুবরাজের গলায় উঠে এল 'কিংমেকার' তত্ত্ব, গুগলিতেই মোদীকে কুপোকাতের ইঙ্গিত?

INDIA জোটের বৈঠকে আজ যোগ দিতে দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তার আগেই তিনি বিজেপি তথা মোদী সরকারকে ফের একবার নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
trinamool congress,tmc india bloc meeting,INDIA bloc

INDIA জোটের বৈঠকে আজ যোগ দিতে দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তার আগেই তিনি বিজেপি তথা মোদী সরকারকে ফের একবার নিশানা করেছেন।

INDIA allience meeting: INDIA জোটের বৈঠকে আজ যোগ দিতে দিল্লি উড়ে যাচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। তার আগেই তিনি বিজেপি তথা মোদী সরকারকে ফের একবার নিশানা করেছেন।

Advertisment

অভিষেক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'এক মাস আগে এই বিজেপি নেতারা যারা বাংলায় উড়ে এসে বক্তৃতা দিয়েছিলেন। তারা ৩০ আসন চেয়েছিলেন এই বাংলা থেকে। এমনকী মমতা সরকার ফেলে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন। এখন দেখুন মিডিয়াই আমাকে প্রশ্ন করছে এনডিএ সরকার টিকবে কিনা? একজন সাধারণ মানুষের শক্তিকে কখনই অবমূল্যায়ন করবেন না!'

সন্ধ্যার ইন্ডিয়া জোটের বৈঠকে পরই সব প্রশ্নের উত্তর সামনে আসবে বলে জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, 'আগে ইন্ডিয়া জোটের নেতাদের সঙ্গে বৈঠকটা হতে দিন দেখা আমি আলোচনার পরে কথা বলব। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আগে সকলে ঐক্যমত্যভাবে সিদ্ধান্ত নিক"।

অভিষেক এদিন আরও বলেছেন, " আমি অবশ্যই বলব 'কিংমেকার' সাধারণ জনগণ এবং কোনও রাজনৈতিক নেতা নয়। যাঁরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ভোট দিয়েছেন, বিজেপির অত্যাচার, সাম্প্রদায়িক ও বিভেদমূলক রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন - প্রত্যেক গরিব ও সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন তাঁরাই প্রকৃত 'কিংমেকার'।

বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, 'প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের সময় প্রথমে বিজেপিকে জিজ্ঞাসা করা উচিত তাঁদের 'আব কি বার ৪০০ পার' স্লোগানের কী হল? আমি প্রতিটি কেন্দ্রীয় বিজেপি নেতাকে বিনীতভাবে অনুরোধ করতে চাই যে বাংলার প্রতিটি নির্বাচনে এই ধরনের উদ্ভট ভবিষ্যদ্বাণী না করতে। কারণ আপনি যা ভবিষ্যদ্বাণী করেছেন তা আমাদের পক্ষেই আসে'।

আরও পড়ুন : < Soumitra Khan: ভোটে জিতেই বিধ্বংসী অভিযোগ, বঙ্গ বিজেপির আসন কমার রহস্য ফাঁস, তোলপাড় ফেললেন সৌমিত্র খাঁ >

গত তিন মাস ধরে বিজেপির প্রচারে বারে বারে উঠে এসেছে? বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতির কথা। এই অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী বলেন, 'বিজেপি গত ১০ বছরের রিপোর্ট কার্ড সামনে আনতে ব্যর্থ হয়েছে তাই তারা বিভাজন ও সাম্প্রদায়িক রাজনীতির কথা বলেছেন। আমি সবাইকে স্যালুট জানাই যারা এই সাম্প্রদায়িক শক্তিকে সমূলে উৎখাত করার জন্য ভোট দিয়েছেন। শুধুমাত্র বিচার বিভাগ, এজেন্সি, মিডিয়ার একটি অংশকে বিরোধীদের নিপীড়ন ও বুলডোজ করার জন্য ব্যবহার করেছে!"

abhishek banerjee loksabha election 2024 INDIA Alliance
Advertisment