Advertisment

C-Voter Opinion Poll: বাংলায় কোন দল কত আসন পাবে, জনমত সমীক্ষায় চমকে দেওয়া তথ্য

Lok Sabha Elections 2024: প্রকাশ্যে এল এবিপি- সিভোটারের জনমত সমীক্ষা। একনজরে দেখে নিন বাংলার জনমত কী বলছে, কটা আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি। বাম-কংগ্রেস-ই বা কটা আসন পেতে পারে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pm Modi and mamata banerjee holding election rally in cooch behar

Modi-Mamata: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

C-Voter Opinion Poll: দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। আজ, শনিবার দুপুর তিনটেয় বাংলা-সহ গোটা দেশে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। কত দফায় ভোট হবে তাই নিয়ে উৎকণ্ঠা জনমানসে। তবে বাংলায় লোকসভা নির্বাচনে কী ফল হতে চলেছে, তা নিয়ে মানুষের মধ্যে কৌতূহল তুঙ্গে। গত বার মানে ২০১৯ লোকসভা নির্বাচনে বাংলা থেকে রেকর্ড ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এবার কি সেই সংখ্যা ছাপিয়ে যাবে গেরুয়া শিবির, না কি কমবে তাদের আসন।

Advertisment

গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস গেরুয়া ঝড়ে বেসামাল হয়ে গিয়েছিল। ৩৪ থেকে একধাক্কায় ২২ হয়ে যায় তাদের আসন সংখ্যা। এবারও কি সেই ফলের পুনরাবৃত্তি হবে না কি আগের বারের ভুল শুধরে আসন সংখ্যা বাড়াতে পারবে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে দুটি আসনে জিতেছিল কংগ্রেস। ঝুলি শূন্য ছিল বামেদের। এবার সেই নিয়ে প্রকাশ্যে এল এবিপি- সিভোটারের জনমত সমীক্ষা। একনজরে দেখে নিন বাংলার জনমত কী বলছে, কটা আসন পেতে পারে তৃণমূল এবং বিজেপি। বাম-কংগ্রেস-ই বা কটা আসন পেতে পারে জেনে নিন।

সি-ভোটারের সমীক্ষা বলছে

তৃণমূল পেতে পারে ২৩টি আসন

বিজেপি পেতে পারে ১৯টি আসন

বাম এবং কংগ্রেস ০ অর্থাৎ কোনও আসন পাবে না

২০১৯ লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২টি আসন এবং বিজেপি ১৮টি আসনে জিতেছিল। কংগ্রেস ২টি আসন এবং বামেরা একটিও আসন পায়নি।

আরও পড়ুন Lok Sabha Election 2024: আজই লোকসভা নির্বাচনের দিন ঘোষণা, বাংলায় গতবারের চেয়েও বাড়বে ভোটের দফা?

কোন দল কত শতাংশ ভোট পাবে

সি-ভোটারের জনমত সমীক্ষা বলছে- তৃণমূল এবং বিজেপি দুই দলই ৪২ শতাংশ করে ভোট পাবে। অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হবে ভোটের ময়দানে। বামেরা ৪ শতাংশ, কংগ্রেস ৩ শতাংশ এবং অন্যান্য দল মিলিয়ে ১০ শতাংশ ভোট পেতে পারে।

West Bengal PM Narendra Modi Lok Sabha polls bjp tmc Mamata Banerjee
Advertisment