Advertisment

Lok Sabha Election 2024: সরকার গঠনের আগেই টানাপোড়েন! চাপ বাড়ালেন নীতীশ, এই শর্তে NDA-কে সমর্থন 

চাপ বাড়ালেন নীতীশ!

author-image
IE Bangla Web Desk
New Update
JD(U)

বৃহস্পতিবার, জেডি (ইউ) সুপ্রিমো এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার দিল্লির কামরাজ লেনে তাঁর বাসভবনে তাঁর 12 জন নবনির্বাচিত সাংসদের সাথে একাধিক বৈঠক করেছেন। (ফাইল)

NDA: জনতা দল (ইউনাইটেড), জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ)-এর এক গুরুত্বপূর্ণ অংশীদার। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর সঙ্গে জোট সরকারের গঠনের প্রচেষ্টার মধ্যেই সেনা নিয়োগের 'অগ্নিপথ' প্রকল্পের পর্যালোচনার দাবি জানিয়েছে। সিনিয়র জেডিইউ নেতা কেসি ত্যাগী বলেছেন, 'যে অগ্নিপথ প্রকল্প নিয়ে ভোটারদের একাংশের মধ্যে ক্ষোভ রয়েছে। আমাদের দল চায়, যে সব ত্রুটি-বিচ্যুতি নিয়ে জনগণ প্রশ্ন তুলেছে, সেগুলো দূর করা হোক'।

Advertisment

কেন্দ্রীয় সরকার ২০২২ সালের ১৪ জুন সেনাবাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে। কংগ্রেস এবং অনেক বিরোধী দল এই পরিকল্পনার বিরোধিতা করেছিল। কয়েকটি রাজ্যে এর বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। কংগ্রেস এবং 'ইণ্ডিয়া' জোট সম্প্রতি সমাপ্ত লোকসভা নির্বাচনে অগ্নিপথ প্রকল্পকে একটি বড় ইস্যু হিসাবে সামনে এনেছে এবং বলেছিল যে তারা ক্ষমতায় এলে অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে । বিরোধী দলগুলির তীব্র বিরোধিতা সত্ত্বেও, বিজেপি এবং তার নেতারা এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের রাজনৈতিক উপদেষ্টা এবং দলের জাতীয় মুখপাত্র ত্যাগী অবশ্য স্পষ্ট করেছেন যে তাঁর দল ইউনিফর্ম সিভিল কোডের (ইউসিসি) বিরুদ্ধে নয়। বিজেপি তার নির্বাচনী ইস্তেহারে ক্ষমতায় গেলে UCC বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। তবে মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে UCC বাস্তবায়নের উপর জোর দিয়েছেন তিনি।

আরও পড়ুন : < Lok Sabha Results 2024: মুখে ধর্মনিরপেক্ষতার বুলি! সরকার-বিরোধী সব মঞ্চেই বারবার থাকেন, এনডিএতেই লাভবান এই নেতারা >

বর্ণভিত্তিক জাতশুমারির প্রশ্নে জেডিইউ নেতা বলেন, দেশের কোনো দলই এর বিরুদ্ধে কথা বলেনি। তিনি বলেন, বিহার এ ব্যাপারে পথ দেখিয়েছে। এমনকি সর্বদলীয় প্রতিনিধি দলেও এর বিরোধিতা করেননি প্রধানমন্ত্রী। জাতি ভিত্তিক আদমশুমারির জন্য সময়ের প্রয়োজন। অন্য একটি প্রশ্নের উত্তরে, তিনি বলেছিলেন যে জেডি (ইউ) এনডিএকে নিঃশর্ত সমর্থন দিয়েছে তবে বিহারের জন্য বিশেষ মর্যাদার দাবির পাশাপাশি রেল ও পরিবহন মন্ত্রক ছাড়াও আরও দুটি দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্বে জোর দিয়েছে।

এই বৈঠকে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনডিএ নেতা নির্বাচিত করা হয়। লোকসভা নির্বাচনে এনডিএ ২৯৩ টি আসন জিতেছে। এর ফলে মোদীর টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পথ প্রশস্ত হয়। সংখ্যার দিক থেকে, চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন তেলেগু দেশম পার্টির (টিডিপি) পরে জেডিইউ এনডিএর তৃতীয় বৃহত্তম অংশ। এই নির্বাচনে টিডিপি ১৬টি আসন জিতেছে এবং জেডিইউ ১২টি আসন জিতেছে।

NDA modi Nitish Kumar loksabha election 2024
Advertisment