জামুড়িয়ায় শালডাঙার বুথে সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বাধা দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঐশী। তাঁর দাবি, ' আশ্চর্যের বিষয়, আমাকে ওরা বলছে নিয়ম জানে না। অথচ ভোট করাতে এসে ওরাই নিয়ম জানে না দেখছি।'
অন্যদিকে জামুড়িয়ায় তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর অভিযোগও করেছেন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। পরে বাহিনীকে নিয়ে ভোটারদের কাছে পৌঁছান তিনি। বুথে যাওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষায় দাবি তুলেছেন জামুড়িয়ার সিপিএম প্রার্থী।
সপ্তম দফার ভোটষুরু থেকেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ধুরছে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষ। তাঁর অভিযোগ, শালডাঙায় বুথে ঢোকার মুখে তাঁকে আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। পরিচয়পত্র দেখিয়েও কাজ হয়নি। কিন্তু নাছোড় ছিলেন ঐশীও। কমিশন ও পর্যবেক্ষককে গোটা ঘটনা ফোনে জানান তিনি।
পরে সংবাদ মাধ্যমে ঐশী ঘোষ বলেন, 'ভোট করাতে এসেছে অথচ নিয়ম জানে না এটা তো অবাককাণ্ড। প্রার্থী যে দলেরই হোক ওরা এভাবে বাধা দিতে পারে না। আমাদের তো দেখতে হবে সব ঠিকমত চলছে কি না। মেশিন ঠিক আছে কি না। কোনও সমস্যা থাকলে আমাদের তো জানাতে হবে। ভোটার যেখানেই ভোট দিন না কেন, তাঁরা ঠিকমত তা পারছেন কি না সেটাও তো নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এখানে বাধা দেওয়া হলে আমরা কিন্তু রুখে দাঁড়াব। ভোটারের কাছে পৌঁছতে বাধা দিলে একদমই তা বরদাস্ত করব না।'
কেন্দ্রীয় বাহিনীর এই ‘অতি সক্রিয়তা’ নিয়েও উষ্মা প্রকাশ করেন ঐশী। বলেন, 'কেন্দ্রীয় বাহিনী কী করছে তা তো দেখতেই পাচ্ছি। একটা জায়গায় ছায়ায় চেয়ার পেতে বসে আছে। এগুলো প্রত্যাশিত নয়। কেন্দ্রীয় বাহিনী তো পাহারা দেবে, দাঁড়িয়ে ভোট করাবে। তারা বলছে নিয়ম জানে না। আবাক হয়ে যাচ্ছি। এই চক্রান্ত আমরা বরদাস্ত করব না।'
একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি আর ভয় দেখিয়ে তৃণমূল ভোট লুঠ করতে পারবে না।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন