Advertisment

কংগ্রেস সাংসদ ও প্রার্থীর উপর হামলা-গাড়ি ভাঙচুর, কাঠগড়ায় তৃণমূল

কংগ্রেস নেতাদের অভিযোগ, তাঁদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিলো। বিধায়ককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
By fight in the polls and get some vote congress is able to play opposition role in bengal

প্রতীকী ছবি

মালদহের মানিকচকে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী এবং কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলামকে মারধরের অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। হামলাকারীরা তাঁদের গাড়ি ভেঙেছেন বলে অভিযোগ।

Advertisment

মানিকচক বিধানসভায় ইংরেজবাজার থানা এলাকার ফুলবাড়িয়া গ্রামপঞ্চায়েতের পূর্ব নঘরিয়া গ্রামে কর্মিসভায় গিয়েছিলেন দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ তথা দলের জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালুবাবু। তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী বিধায়ক তথা মানিকচকের কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলমও। সেই সময়ই তৃণমূলের পতাকা হাতে কিছু লোক হামলা চালায় বলে অভিযোগ কংগ্রেসের। উত্তেজনার মাঝেই কোনওক্রমে বেরিয়ে যান ডালুবাবু ও মানিকচকের কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম।

কংগ্রেস নেতাদের অভিযোগ, তাঁদের প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিলো। বিধায়ককে টেনেহিঁচড়ে গাড়ি থেকে নামানোর চেষ্টা হয়। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই দুই কংগ্রেস নেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc CONGRESS Malda West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment