শেষ মুহূর্তে গেম প্ল্যান বদল করল কংগ্রেস! রাহুল গান্ধী এই আসন থেকে নির্বাচনে লড়তে পারেন, তবে দলীয় সূত্রে জানা গিয়েছে রাহুল আমেঠি থেকে নির্বাচনে লড়বেন না।
কংগ্রেস বৃহস্পতিবার বিকেলের মধ্যে ইউপির আমেঠি এবং রায়বেরেলি আসন নিয়ে সাসপেন্সের ইতি টানতে পারে বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে।
গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি হওয়া সত্ত্বেও আমেঠি এবং রায়বেরেলি আসন নিয়ে কংগ্রেস তার সাসপেন্স বজায় রেখেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আমেঠির পরিবর্তে রায়বেরেলি থেকে নির্বাচনে লড়তে পারেন।
একইসঙ্গে আমেঠি থেকে বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে কেএল শর্মাকে প্রার্থী করতে পারে কংগ্রেস। দল বৃহস্পতিবার বিকেলের মধ্যেই উভয় আসনের আসনের প্রার্থী ঘোষণা করতে পারে।
সূত্রের খবর, প্রাক্তন কংগ্রেস সভাপতি ও মা সনিয়া গান্ধীর পরামর্শে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেছেন। প্রিয়াঙ্কা গান্ধী যে রায়বেরেলি থেকে লোকসভা নির্বাচনে লড়বেন না তা স্পষ্ট হয়ে গিয়েছে। যাইহোক, এখনও অবধি রাজনৈতিক মহলে জল্পনা ছিল যে সনিয়া গান্ধীর সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে কংগ্রেস রায়বেরেলি থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে টিকিট দিতে পারে।
রাহুল গান্ধী ২০০৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত আমেঠির সাংসদ ছিলেন। ২০১৯ লোকসভা ভোটে আমেঠি আসনে রাহুল গান্ধী কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে পরাজিত হন। এবারও রাহুল গান্ধী ওয়েনাড আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
আগামী ২০ মে আমেঠি ও রায়বেরেলিতে ভোট হওয়ার কথা। উভয় আসনে মনোনয়ন প্রক্রিয়া চলবে ৩ মে পর্যন্ত। আমেঠি আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন স্মৃতি ইরানি। আসলে, বিরোধী জোট 'ইন্ডিয়া'-এর অংশ হওয়া সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে কংগ্রেসের সঙ্গে নির্বাচনে লড়ছে। জোটে, কংগ্রেসকে রাজ্যে ৮০ টি আসনের মধ্যে ১৭ টি দেওয়া হয়েছে। এই ১৭টি আসনের মধ্যে রয়েছে আমেঠি ও রায়বেরেলি।