একুশের বিধানসভা নির্বাচনে অন্যতম বড় ইস্যু সিএএ-এনআরসি। অসম লাগোয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে এই ইস্যু বড় আঁকার নিয়েছে। নাগরিকত্ব হারানোর ভয়ে ভীত গোর্খা সম্প্রদায়ের মানুষেরা। যদিও মোদীর সেনাপতি অমিত শাহের দাবি 'নাগরিকপঞ্জি বা এনআরসি নিয়ে মিথ্যাচার করছে তৃণমূল, একবার এনআরসি হলে একজন গোর্খাকেও পাহাড় থেকে তাড়ানো হবেনা।
Advertisment
সোমবার উত্তরবঙ্গের কালিম্পং-এ নির্বাচনী প্রচার করেন অমিত শাহ। সেখানে একটি সুবিশাল রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই রোড শো শেষ হওয়ার পরে বক্তব্যও রাখেন তিনি। সেই সময়েই তাঁর মুখে শোনা গিয়েছে নাগরিকপঞ্জির কথা। তৃণমূলের বিরুদ্ধে 'মিত্যাচারে'র অভিযোগ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'নাগইরকপঞ্জি করে নাকি গোর্খাদের তাড়িয়ে দেওয়া হবে। ভুল তথ্য দিয়ে এবং মিথ্যা কথা বলে গোর্খাদের ভয় দেখাচ্ছে তৃণমূল।' এরপরই পাহাড়ে বসবাসকারী গোর্খাদের প্রতি তাঁর আশ্বাস, 'এনআরসি এখনও আসেনি, কিন্তু আসবেই। এনআরসি এলেও গোর্খাদের কোনও ক্ষতি হবে না। যতদিন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, নরেন্দ্র মোদী যতদিন প্রধানমন্ত্রী থাকবেন, ততদিন গোর্খাদের উপর কোনও আঘাত আসবে না। একজন গোর্খাকেও এখান থেকে তাড়ানো হবে না।'
একই সঙ্গে গোর্খা জনজাতির উন্নয়ন, গোর্খা উপজাতির তরকমা প্রদানের প্রতিশ্রুতির কথা বলেছেন অমিত শাহ। গোর্খাদের শিক্ষা, চাকরির ব্যবস্থা, পাহাড়ের চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ৩৫০ টাকা করার কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাহাড়ের পর্যটনের উন্নতিতে সোমবার ১,০০০ কোটি টাকার প্রকল্পের প্রস্তাবের কথা বলেছেন অমিত শাহ।
কালিম্পংয়ে শাহের সভা ও রোড শো ঘিরে এদিন উৎসাহী মানুষের ভিড় নজরে পড়েছে। ওঠে, 'জয় শ্রীরাম' ও 'জয় গোর্খা' স্লোগান।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন