scorecardresearch

বুধবারের প্রধানমন্ত্রী মমতা, জানালেন শাহ

‘‘সোমবার প্রধানমন্ত্রী হবেন বহেনজি, মঙ্গলবার হবেন অখিলেশজি, বুধবার প্রধানমন্ত্রী হবেন মমতা দিদি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হবেন শরদ পাওয়ারজি, শুক্রবার দেবেগৌড়াজি, শনিবার স্ট্যালিন। রবিবার গোটা দেশ ছুটি কাটাবে।’’

mamata, মমতা
মমতা ও অমিত শাহ। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উনিশের ভোটের লড়াইয়ে মহাজোট জিতলে বুধবার প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কানপুরের সভায় এমন কথাই বলেছেন অমিত শাহ। বিরোধীদের মহাজোটকে বিঁধে এদিন কটাক্ষের সুরে অমিত শাহ বলেছেন, “মহাজোট ক্ষমতায় এলে সপ্তাহের প্রতিদিন প্রতিটি বিরোধী দল থেকে একজন করে প্রধানমন্ত্রী হবেন, আর রবিবার গোটা দেশ ছুটি কাটাবে।”

মহাজোট হলে কে কবে প্রধানমন্ত্রী হবেন, তারও এক তালিকা দিয়েছেন শাহ। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেছেন, “যদি মহাজোট তৈরি হয়, তবে সোমবার প্রধানমন্ত্রী হবেন বহেনজি (মায়াবতী), মঙ্গলবার হবেন অখিলেশজি (অখিলেশ যাদব), বুধবার প্রধানমন্ত্রী হবেন মমতা দিদি, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হবেন শরদ পাওয়ারজি, শুক্রবার দেবগৌড়াজি, শনিবার স্ট্যালিন। রবিবার গোটা দেশ ছুটি কাটাবে।”

আরও পড়ুন, দেশ লড়ুক মোদীকে জেতাতে, বাংলায় বিজেপি-র লক্ষ্য অন্য: অমিত শাহ

বিরোধীদের মহাজোটকে আক্রমণ করতে গিয়ে এদিন এনআরসি অথবা জাতীয় নাগরিক পঞ্জির প্রসঙ্গও টেনেছেন মোদী সেনাপতি। শাহ বলেছেন, “ভোটে লড়ার আগে এনআরসি নিয়ে অবস্থান স্পষ্ট করুন মহাজোটের সব নেতারা। ওঁরা কি অনুপ্রবেশকারীদের থাকতে দেবেন নাকি দেবেন না?” তবে এই প্রথমবার নয়, এর আগেও বিরোধীদের মহাজোট নিয়ে সোচ্চার হয়েছেন অমিত শাহ। “বিজেপি ‘মজবুত সরকার’ চায়, আর বিরোধীরা ‘মজবুর সরকার’ চায়,” জাতীয় মন্তব্য করেছেন তিনি।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কলকাতায় মমতার ব্রিগেড শো কার্যত ছিল বিজেপি বিরোধী মঞ্চ। উনিশের ভোটে মোদী বাহিনীকে হঠাতে যেভাবে সব বিরোধী দলের নেতারা এক মঞ্চে হাজির হয়ে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন, তা নজিরবিহীন বলে মত রাজনৈতিক মহলের। ২০ জনের বেশি নেতা হাজির ছিলেন ব্রিগেডের সভায়। বিরোধীদের সেই একজোট হওয়া নিয়ে তাঁরা যে শঙ্কিত নন, তা সেদিনই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন বিভিন্ন বিজেপি নেতা।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Bengali App.

Web Title: Amit shah grand alliance loksabha vote 2019 mamata banerjee pm