'বাংলা এক সময় দেশের উন্ননে পথ দেখাত, কিন্তু গত ১০ বছরে তৃণমূল বাংলাকে পাতালে পৌঁছে দিয়েছে।'
'আদিবাসীদের উন্নয়েন ১০০ কোটির তহবিল। রেসিডেনশিয়াল হস্টেল তৈরি হবে।'
Advertisment
কপ্টারে যান্ত্রিক গোলযোগের জেরে সোমবার শেষ মুহূর্তে অমিত শাহের ঝাড়গ্রামের সভা বাতিল হয়। তবে সশীরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবায় বক্তব্য পেশ করেন তিনি। যদিও তৃণমূলের দাবি সভায় লোক না হওয়াতেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন