প্রথম পর্যারে ভোটের বাকি আর মাত্র কয়েকদিন। তার আগে আজইশেষ রবিবার। এগরায় প্রচার করলেন বিজেপির 'চাণক্য' অমিত শাহ। এই শাহী সভাতেই পদ্ম-যোগ ঘটল বর্ষীয়ান তৃণমূল সাংসদ শিশির অধিকারীর। 'সম্মান বাঁচাতে'ই তাঁর বিজেপিতে যোগ বলে জানান শিশিরবাবু। অন্যদিকে স্বাভাবসিদ্ধ ঢঙেই এদিন তৃণমূলকে আক্রমণ শানান অমিত শাহ। তুলে ধরেন 'সোনার বাংলা' গঠনের ইচ্ছের কথা। বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন লাগু হবে বলে জানান শাহ।
Advertisment
কী বললেন অমিত শাহ?
'মেদিনীপুরের মাটিতে আমি এসেছি আমাদের বীর সেনাদের জেতাতে। দিদি বদলের কথা বললেও তা হয়েছে কী?'
'কমিউনিষ্ট হোক বা তৃণমূল, কেউ অনুপ্রবেশ সমস্যার সমাধান করেনি। আমরা বলছি আগামী ৫ বছরের অনুপ্রবেশমুক্ত বাংলা গড়ব।'
'বাংলায় দুর্গাপুজো এবং সরস্বতী পুজোর জন্য আদালতে যেতে হয়। বিজেপি ক্ষমতায় এলে দুর্গাপুজো এবং সরস্বতী পুজো আটকাবে না।'
'মমতাদিদি চান যে ভাইপো মুখ্যমন্ত্রী হোক। আর মোদীজি চান যে সোনার বাংলা গড়ে উঠুক। পাঁচ বছরের মধ্যে আমরা সোনার বাংলা তৈরি করব।'
'বিজেপি ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন লাগু করা হবে। শিক্ষকদের বেতন বাড়ানো হবে।'
'মাহিষ্য সমাজকে ওবিসি শ্রেণির আওতায় আনা হবে। সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে।'
'মমতা দিদি আপনার কাছে ৫০০ টাকা কিছু নয়, কারণ আপনার কাছে ভাইপোর কাটমানির টাকা যায়। কিন্তু গরীব মানুষদের কাছে ৫০০ টাকা অনেক। ৫ পয়সাও যাবে কেন?'
অমিত শাহের বক্তব্যের আগে রবিবার এগরায় বিজেপিতে যোগ দেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। সম্মান রক্ষার্থে তাঁর এই যোগ বলে জানিয়েছেন বর্ষীয়ান শিশিরবাবু। তাঁর কথায়, 'গোটা বাংলায় বিজেপি জিতবে, রাস্তা পরিষ্কার রয়েছে। লড়াই চলছে, চলবে। আমাকে তো ওরাই চলে যেতে বাধ্য করলো।'
Advertisment
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন