/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/kejriwal.jpg)
অরবিন্দ কেজরিওয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার যদি ফের ক্ষমতায় আসে, তাহলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। এ কথা মাথায় রেখে ভেবে চিন্তে ভোট দেওয়ার আহ্বার করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।
নিজের টুইটার হ্যান্ডেল থেকে কেজরিওয়াল হিন্দিতে লিখেছেন, "যদি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেন তাহলে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হবেন। একটা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী যদি অমিত শাহ হন, তাহলে সে দেশের কী হবে? ভেবে নিয়ে ভোট দিন।"
অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে আগেও মুখ খুলেছেন কেজরিওয়াল। এপ্রিল মাসে দক্ষিণ গোয়ার মারগাঁওয়ে আপের কর্মীদের উদ্দেশে তিনি বলেছিলেন, "একটা ভয়ানক খেলা চলছে। ভোট দেওয়ার আগে সে কথা আপনাদের মাথায় রাখতে হবে। সবাই বলছ, নরেন্দ্র মোদী যদি প্রধানমন্ত্রী হন, তাহলে অমিত শাহ ভারতের পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী হবেন।"
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কেজরিওয়াল তাঁকে ভুয়ো জাতীয়তাবাদী বলে অভিহিত করেছেন। হরিয়ানায় এক সমাবেশে আপের জাতীয় আহ্বায়ক বলেছেন, "কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক বিবৃতিতে বলেছেন, তিনি চান নরেন্দ্র মোদী ফের ভারতের প্রধানমন্ত্রী হোন। একজন পাক প্রধানমন্ত্রী ভারতের কোনও প্রধানমন্ত্রীর হয়ে সওয়াল করছেন, এমনটা এর আগে ঘটেনি।"
আপ সরকারের কাজকর্মের ব্যাপারে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনার উত্তরে বৃহস্পতিবার কেজরিওয়াল বলেছেন, তাঁর সরকরা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ এবং জলের মত ইস্যুগুলি নিয়ে কাজ করেছে।
দিল্লির সাত আসনে এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে আপ, বিজেপি এবং কংগ্রেস। গত বার এখান থেকে সাতটি আসনই জিতেছিল বিজেপি। দিল্লিতে ভোট হবে ১২ মে।