New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/modi-nda.jpg)
এক্সপ্রেস ছবি- তাশি তোবগিয়াল
প্রধানমন্ত্রীর ডাকা নৈশভোজ শুরু হয়ে গেছে। দিল্লির অশোকা হোটেলে এনডিএ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনাও দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নৈশভোজের আহ্বায়ক। সারা দেশ থেকে এনডিএ শরিক দলের নেতারা এই নৈশভোজে যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন। লোকসভা ভোটের ফল প্রকাশিত হওয়ার দুদিন আগে এই নৈশভোজের আয়োজন করা হয়েছে।
Advertisment
Delhi: Visuals from Ashoka Hotel where NDA leaders dinner is underway. PM Narendra Modi felicitated by alliance leaders pic.twitter.com/63apZhSGNG
— ANI (@ANI) May 21, 2019
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বিজেপি সদর দফতরে এক বৈঠকে মিলিত হন। সেখানে দেশসেবার জন্য সকল মন্ত্রীকে ধন্যবাদ জানান মোদী।
Advertisment