মোদী ৭৫ বছর বয়সে অবসর নেবেন এবং পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হবেন অমিত শাহ। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এমনই দাবি করেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তাঁর মন্তব্যের কয়েকঘন্টার মধ্যেই অমিত শাহ সাফ জানিয়ে দেন, মোদী "তার মেয়াদ শেষ করবেন"।
হায়দ্রাবাদ বিজেপি দলীয় কার্যালয়ে বক্তৃতাকালে, শাহ বলেন, "আমি অরবিন্দ কেজরিওয়াল এবং INDIA জোটকে বলতে চাই যে নরেন্দ্র মোদীর ৭৫ বছর বয়সে অবসর নেবেন ভেবে খুশি হওয়ার কোন কারণ নেই। বিজেপির সংবিধানে এমন কোনও কথা উল্লেখ নেই৷ মোদীজি নিজে তাঁর মেয়াদ পূর্ণ করবেন। মোদীজি ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিয়ে যাবেন। বিজেপির মধ্যে কোনো বিভ্রান্তি নেই। তাই বিরোধীরা এমন ধরণের মন্তব্য করে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়।”
শাহ আরও বলন, "নরেন্দ্র মোদীর মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসাবে ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে। তিনি দেশের উন্নয়ন নিশ্চিত করেছেন"। “তিনি দরিদ্রদের উন্নতির জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আজ, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নত হয়েছে। সন্ত্রাসবাদ ও নকশালবাদ শেষের পথে"। তিনি আরও বলেন, কেজরিওয়ালের অন্তর্বর্তীকালীন জামিন ক্লিন চিট নয়। “সুপ্রিম কোর্ট শুধুমাত্র নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে। ২ জুন কেজরিওয়ালকে তদন্ত সংস্থার কাছে আত্মসমর্পণ করতে হবে। কেজরিওয়াল যদি মনে করে যে এটি সুপ্রিম কোর্ট তাকে ক্লিন চিট দিয়েছে, তা একেবারেই ভুল"।
বিরোধীদের নিশানা শাহ বলেন, “সংখ্যালঘু ভোটব্যাঙ্ক রক্ষা করার লোভ এতটা প্রবল বিরোধীদের যে তারা সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলে। আমেরিকা ও ইজরায়েলের পর ভারতই একমাত্র দেশ যেদেশে শত্রুদেশে ঢুকেও হামলা চালাতে পারে"।