Advertisment

'মোদীর সমর্থনেই শীতলকুচিতে গুলির পরিকল্পনা শাহর', তোপ মমতার

রানাঘাটের সভা থেকে শীতলকুচিকাণ্ডে ফের বিজেপির বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়য়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ‘চাক্রান্তে’ই শীতলকুচিতে 'নজিরবিহীন' ঘটনা ঘটেছে। আগেই তোপ দেগেছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার বললেন, 'পরিকল্পনা করেছিলেন অমিত শাহ আর সেটাকে সমর্থন করেছেন নরেন্দ্র মোদী! এটা লজ্জার।'

Advertisment

কী বলেছেন মমতা?

রানাঘাটের সভা থেকে শীতলকুচিকাণ্ডে বিজেপির বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্য়য়। এই ঘটনায় 'দিদি' 'মেরুকরণ' করছেন বলে অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার পাল্টা এদিন রানাঘাটের প্রচার সভায় তৃণমূল নেত্রী সাফ বলেন, 'মৃত্যু নিয়ে বিজেপি সাম্প্রদায়িকতার তাস খেলছে।' তাঁর কথায়, 'ওরা হিন্দু-মুসলিম করছে। মৃত্যুর পর কি হিন্দু-মুসলিম বিচার্য বিষয়? নাকি রক্তে হিন্দু-মুসলিম থাকে? আমি যেতে চেয়েছিলাম, আটকানো হল। ওরা গুলি করে মারবে, আবার সেখানে যাওয়াও আটকাবে। আমি ওই পরিবারগুলোকে কথা দিয়েছি, নিষেধাজ্ঞা উঠে গেলেই যাব।'

আরও পড়ুন- বাংলায় দিদি-ভাইপোর দুঃশাসন আর নয়-হাফ ভোটেই সাফ তৃণমূল: মোদী

এরপরই শীসতকুচিকাণ্ডে শাহর বিরুদ্ধে 'চক্রান্তে'র যে অভিযোগ মমতা করেছিলেন তা ফের একবার বলেন তিনি। সঙ্গে তাকে সমর্থনের জন্য জদায়ী করেন প্রধানমন্ত্রীকেও। বলেন, 'আমার বিশ্বাস যে শীসতকুচিতে ভোটারদের মারার জন্য পরিকল্পনা করেছিলেন অমিত শাহ আর সেটাকেই সমর্থন করেছেন নরেন্দ্র মোদী! গণতন্ত্রে এটা লজ্জার।' সিআরপিএফ-র বুলেটের জবাব ব্যালটেই দেওয়ার আর্জি জাজান তৃণমূল নেত্রী।

নদীয়ার রানাঘাটে পদ্ম ফুলের চাষ বেড়েছে। লোকসভাতেও রানাঘাট আসনটি বিজেপির দখলে যায়। সেই প্রসঙ্গ তুলে মতুয়া প্রভাবিত এই অঞ্চলের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি মিথ্যে প্রচার করে, টাকা ছড়িয়ে জিতেছিল। এবার যে প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন, তাঁর ভিডিও দেখেছেন তো? টাকা বিলি করছেন, এটা লজ্জার! এরা রাজনীতি করছে? রাজনীতি করতে গেলে সবার আগে মানুষের সেবা করতে হয়।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee amit shah modi West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021 Sitalkuchi CISF Firing
Advertisment