Advertisment

রণক্ষেত্রে শেষ হলো অমিত শাহের কলকাতা রোড শো

রণক্ষেত্রের রূপ নেয় কলেজ স্ট্রিট চত্বর। অশান্তি শেষ হলো বিধান সরণির বিদ্যাসাগর কলেজে। সেখানে তিনটি বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Amit Shah cabinet minister

কলকাতায় রোড শোতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ছবি: শশী ঘোষ

বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহর রোড শোকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল। কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা কালো পতাকা দেখানো থেকে শুরু। যার পর অচিরেই রণক্ষেত্রের রূপ নেয় কলেজ স্ট্রিট চত্বর। অশান্তির আগুন এরপর আক্ষরিক অর্থেই পৌঁছল বিধান সরণির বিদ্যাসাগর কলেজে। সেখানে তিনটে বাইকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে লাঠিচার্জ করার ভয় দেখাতে হয় পুলিশকে।

Advertisment

অমিত শাহ অভিযোগ করেছেন, "আমার মিছিলে দু জায়গায় হামলা চালানো হয়েছে। এভাবে গণতন্ত্র রক্ষা করা যায়! মানুষ এর জবাব দেবে। বিবেকানন্দর মূর্তিতে মালা পর্যন্ত দিতে পারি নি।" উল্লেখ্য, সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাসভবনে শেষ হওয়ার কথা ছিল অমিত শাহর মিছিল। তাঁর মন্তব্যের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা, "মিছিল করেছেন শাহেন শা। এদিন বাইরের রাজ্য থেকে লোক এনে মিছিল করা হয়েছে। লোক নেই তো মিছিল করার দরকার কী ছিল?"

amit shah, bjp, tmcp কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তৃণমূল ছাত্র পরিষদ কালো পতাকা দেখাচ্ছে অমিত শাহকে। ছবি: শশী ঘোষ

বিকেল সাড়ে চারটে নাগাদ ধর্মতলায় রোড শো শুরু করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অমিত শাহর সঙ্গে গাড়িতে ছিলেন বিজেপি নেতা মুকুল রায়, দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কলকাতা উত্তর কেন্দ্রের প্রার্থী রাহুল সিনহা ও দক্ষিণ কলকাতার প্রার্থী চন্দ্র বোস। মিছিল গাঁদা ফুল ছড়ানো দিয়ে শুরু হয়েছিল। সঙ্গে ছিল গান বাজনার ব্যবস্থা। নানা প্রাদেশিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রোড শোতে। ধর্মতলা থেকে শুরু হওয়া মিছিল কলেজ স্ট্রিট যেতে সময় নেয় প্রায় দু ঘন্টা।

রোড শো কলেজ স্ট্রিটে পৌঁছতেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের ভিতর থেকে অমিত শাহকে কালো পতাকা দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন। বড় ব্যানার টাঙিয়ে তা আড়াল করার চেষ্টা করে পুলিশ। অমিত শাহর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে বিক্ষোভকারীরা। মিছিল থেকে ইঁট, পাটকেল ছুড়তে থাকে। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা শুরু করে বিজেপি কর্মী-সমর্থকরা।

amit shah, bjp, kolkata university, ইঁটের আঘাতে মাথা ফেটেছে এক ছাত্রের। ছবি: শশী ঘোষ

কলেজ স্ট্রিট থেকে মিছিল এগিয়ে যেতে বিধান সরণিতে বিদ্যাসাগর কলেজে টিএমসিপির কর্মী-সমর্থকরা ফের কালো পতাকা দেখাতে শুরু করে বিজেপি সভাপতিকে। এবার রণক্ষেত্র হয়ে যায় বিদ্যাসাগর কলেজ এলাকা। কলেজের গেটের সামনে থাকা তিনটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইঁট, বোতল ছোড়া শুরু হয়ে মিছিল থেকে। কলেজের সামনে থাকা বিদ্যাসাগরের মূর্তিও ভেঙে ফেলা হয়। দাউ দাউ করে জ্বলতে থাকে বাইক। এদিকে ঘটনাস্থলে চলে আসে বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকরা।

bjp amit shah General Election 2019
Advertisment