এবার বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে শোকজ করল কমিশন। আজ রাত ১১টার মধ্যেই জবাব দিতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের অ্যাপে অভিযোগের ভিত্তিতে এই শোকজ করা হয়েছে। এর আগে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল সিনহার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করেছে কমিশন। প্ররোচনামূলক বক্তব্যের জন্য কারণ দর্শাতে নোটিশ পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে। সতর্ক করে শুভেন্দু অধিকারীকে কড়া বার্তা দিয়েছে কমিশন।
ভোট এলেই বিরোধীদের নিশানা করে নানা ধরণের মন্তব্য করেন তৃণমূলের এই দোর্দদণ্ডপ্রতাপ নেতা। এর আগে তাঁর 'গুড় বাতাসা', 'চরাম চরাম' দাওয়াই ঘিরে চর্চা তুঙ্গে উঠেছিল। তোলপাড় হয় রাজ্য রাজনীতি। কমিশন নজরবন্দিও করে রাখে অমুব্রত মণ্ডলকে। কিন্তু বদল হয়নি বীরভূম জেলা তৃণমূলের সভাপতির।
বাংলা জয়ে এবার হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল ও বিজেপির। রাঙা মাটির বীরভূমেও প্রভাব বেড়েচে পদ্ম শিবিরের। কেষ্ট গড়ে তাই ঘাস-ফুলের লড়াই এবার বেশ কঠিন। তাই গেরুয়া শিবিরের উপর চাপ বাড়াতে ভোট ঘোষণার আগেই নিদান হেঁকেছেন অনুব্রতবাবু। এবার তাঁর স্লোগান, 'বিজেপিকে ঠেঙিয়ে পগার পার'। আর এতেই প্রমাদ গুনছে জেলার বিজেপি নেতা-কর্মীরা। গোটা বিষয়টি 'প্ররোচনামূলক' বলে দাবি গেরুয়া শিবির সহ বিরোধী দলগুলোর।
এর মাঝেই অনুব্রতক মণ্ডলের নয়া দাওয়াইয়ের বিরুদ্ধে কমিশনের ওয়েবসাইটে অভিযোগ জমা পড়ে। যার ভিত্তিতে তাঁর করা মন্তব্যের ব্য়াখ্যা চেয়ে কমিশন কারণ দর্শাতে বলেছে অনুব্রত মণ্ডলকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন