Advertisment

Lok Sabha Election 2019: বাপরে বাপ! মোদী ভয়ঙ্কর মস্তান: অনুব্রত মণ্ডল

General Election 2019: অনুব্রত বলেন, "হাততালি দিয়ে বলছে দিল্লি কা লাড্ডু, আরে বাপরে বাপ! ভয়ঙ্কর মস্তান রে ভাই, এ কোথাকার মস্তান আমরা জানি না, ভয়ঙ্কর মস্তান, আমরা তো হাজি মস্তানের নাম শুনেছিলাম।"

author-image
IE Bangla Web Desk
New Update
loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯, modi, মোদী, মোদি, anubrata mondal, অনুব্রত মণ্ডল

মোদী ও অনুব্রত মণ্ডল।

General Election 2019: নকুলদানা খাওয়ানোর নিদান অথবা শলাকা দেখিয়ে ভোট করানোর হুঙ্কার, ভোটের বাজার তাতিয়ে রাখতে অনুব্রত মণ্ডলের জুড়ি মেলা ভার। তাঁর ভাষাই তাঁকে 'অনন্য' করে তুলেছে। বঙ্গ রাজনীতির সেই অন্যতম মুখ অনুব্রত মণ্ডলের নিশানায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে ‘ভয়ঙ্কর মস্তান’ বললেন অনুব্রত। শুধু তাই নয়, হাজি মস্তানের সঙ্গে মোদীর তুলনাও টানলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

মোদীকে ঠিক কী বলেছেন অনুব্রত মণ্ডল?

ভোট প্রচারে একটি সভায় তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা বলেছেন, "ভারতবর্ষের টাকায় মোদী, তুমি বিদেশ ঘুরে বেড়াচ্ছো, তোমার লজ্জা লাগা দরকার। আমার টাকা, আপনার টাকা, সেই টাকায় তুমি শুধু ভ্রমণ করছ। আর বড় বড় কথা বলছ। একটা কাজের কথাও বলছ না তুমি, খালি মিথ্যাবাদী ভাষণ দিচ্ছ।"

আরও পড়ুন: Lok Sabha Election 2019: নকুলদানার পর এবার শলাকা দাওয়াই অনুব্রতর

এরপরই মোদীর হাততালি দেওয়ার কায়দা নকল করে অনুব্রত বলেন, "আবার কী বলছ, হাততালি দিয়ে বলছে দিল্লি কা লাড্ডু, আরে বাপরে বাপ! ভয়ঙ্কর মস্তান রে ভাই, এ কোথাকার মস্তান আমরা জানি না, ভয়ঙ্কর মস্তান, আমরা তো হাজি মস্তানের নাম শুনেছিলাম। কেউ বলে গুজরাতের মস্তান, কেউ বলছে দিল্লির মস্তান। চলবে না। ভারতবর্ষের মানুষ এ ধরনের মস্তানকে ছুড়ে ফেলে দেবে।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে এবার অনুব্রতর নেত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান প্রতিপক্ষ নরেন্দ্র মোদী। 'দু'হাজার উনিশ, বিজেপি ফিনিশ’, এই স্লোগান তুলেই এবার ভোটে লড়ছে মমতার দল। একের পর এক নির্বাচনী সভায় মোদীর বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আক্রমণ ধেয়ে আসছে মোদীর পক্ষ থেকেও। এই পরিস্থিতিতে 'দিদি'র দেখানো পথে হেঁটেই অনুব্রত এবার প্রধানমন্ত্রীকে সরাসরি অক্রমণ করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

lok sabha 2019 General Election 2019 anubrata mondal PM Narendra Modi
Advertisment