/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/Arvind-kejriwal.jpg)
আসন্ন লোকসভার নির্বাচনী প্রচারের অংশ হিসেবেই মোতিনগরে চলছিল আম আদমি পার্টির রোড শো। শনিবার রোড শো'র মাঝেই এক ব্যক্তি উঠে গিয়ে চড় মারেন দিল্লির মুখ্যমন্ত্রীকে। পুরো ঘটনার পেছনে বিরোধীদের হাত রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে আম আদমি পার্টি।
রোড শোতে জমায়েত হওয়া দর্শকের উদ্দেশে হাত নাড়ছিলেন কেজরিওয়াল। লালচে রঙের শার্ট পরা এক ভদ্রলোক উঠে পড়েন মুখ্যমন্ত্রীর গাড়িতে। তারপরেই সপাটে চড় মারলেন কেজরিওয়ালকে লক্ষ্য করে।
#WATCH: A man slaps Delhi Chief Minister Arvind Kejriwal during his roadshow in Moti Nagar area. (Note: Abusive language) pic.twitter.com/laDndqOSL4
— ANI (@ANI) May 4, 2019
যথেষ্ট নিরাপত্তার অভাবের ইস্যুটি সামনে এনে আপ সদস্য জানায় মুখ্যমন্ত্রীকে হামলার পেছনে বিরোধী দলের হাত রয়েছে। তবে এই আক্রমণ দিল্লিতে আপকে থামাতে পারবে না বলেই জানিয়েছে দলের সমর্থকরা। দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই পোস্ট করে একই কথা জানানো হয়েছে।
Another negligence in the security of CM @ArvindKejriwal.
Delhi CM Arvind Kejriwal got attacked during the roadshow. We condemned this cowardly act. This opposition sponsored attack cannot stop the Aam Aadmi in Delhi.
— AAP (@AamAadmiParty) May 4, 2019
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে। পিটিআই সূত্রে জানা গিয়েছে ডিসিপি (পশ্চিম) মনিকা ভরদ্বাজ জানিয়েছেন হামলাকারীর পরিচয় জানা গিয়েছে। ৩৩ বছরের সুরেশ কর্মসূত্রে কৈলাস পার্কে থাকেন।