Advertisment

Lok Sabha Election 2024: ভোট চুরি খোদ কংগ্রেস প্রধানের! ভোটকেন্দ্রেই দিশেহারা, তারপর?

ভোটকেন্দ্রে গিয়ে চোখ ছানাবড়া কংগ্রেস প্রধানের, সকাল সকাল পড়েছে তাঁর নামে ভোট, হুলস্থূল কাণ্ড !

author-image
IE Bangla Web Desk
New Update
arvind shinde, pune, lok sabha polls, indian express

ভোটকেন্দ্রে গিয়ে চোখ ছানাবড়া কংগ্রেস প্রধানের, সকাল সকাল পড়েছে তাঁর নামে ভোট, হুলস্থূল কাণ্ড

সোমবার চলছে ১০ রাজ্যে চতুর্থ দফার লোকসভা ভোট। এর মাঝেই পুনে শহর কংগ্রেসের প্রধান অরবিন্দ শিন্ডের নামে ভুয়ো ভোটের অভিযোগকে কেন্দ্র করে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। তিনি যখন ভোট কেন্দ্রে পৌঁছান তখন তিনি দেখেন তার নাম ভোটার তালিকায় থাকলেও কেউ ইতিমধ্যেই তাঁর ভোট দিয়েছেন। এই বিষয়ে আপত্তি তোলেন তিনি। এরপরই তড়িঘড়ি 'টেন্ডার ভোট' প্রক্রিয়া মাধ্যমে তাঁকে ভোট দেওয়ার অনুমতি দেয় কমিশন ।

Advertisment

সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে শিন্ডে বলেন, "আমি ভোট দিতে গিয়েছিলাম। সেন্ট মিরার ইংলিশ মিডিয়াম সেকেন্ডারি স্কুলে আমার বুথ ছিল। সেখানে গিয়ে দেখি আমার ভোটটি পড়ে গিয়েছে। আমি এতে আপত্তি তুলেছিলাম এবং আমালে 'টেন্ডার ভোট' দেওয়ার অনুমতি দেওয়া হয়।

তিনি আরও বলেন, 'এ ব্যাপারে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছি। 'টেন্ডার ভোট' সুবিধার আওতায় আমাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সেই ভোট গণনা হবে কিনা সন্দেহ রয়েছে। এটি খুব গুরুতর বিষয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের আধিকারিকের সঙ্গে দেখা করব। "

loksabha election 2024
Advertisment