Nitish-Naidu On NEET Controversy: UGC-NET বাতিল করার ৪৮ ঘন্টাও পেরোয়নি। শিক্ষা মন্ত্রক শুক্রবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কে ২৫-২৭ জুনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া CSIR-UGC NET পরীক্ষা স্থগিতের একটি নির্দশ দিয়েছে।একের পর এক প্রশ্নপত্র ফাঁস! বাতিল NEET-UGC NET-এর মতো পরীক্ষা। পরীক্ষা বাতিলের দায় নিজের ঘাড়েই নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরোধী দলগুলির লাগাতার নিশানায় মোদী সরকার। এর মাঝেই এনডিএ-তে বিজেপির শরিক তেলেগু দেশম পার্টি (টিডিপি) এবং জনতা দল (ইউনাইটেড) একেবারে এই বিতর্ক নিয়ে নীরব ।
উল্লেখ্য, ২০২৩-২০২৪ সালে, অন্ধ্র প্রদেশের পাঁচজন ছাত্র মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করে। চলতি বছর রাজ্য থেকে ৬০ হাজারের বেশি পরীক্ষার্থী NEET পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা গিয়েছে। অন্ধ্র প্রদেশের শাসকদল টিডিপি যা এনডিএ জোটের অন্যতম শরিক ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) বিরুদ্ধে কোনও বিবৃতি জারি করেনি। লোকসভায় TDP-এর ১৬ জন সাংসদ রয়েছেন, যার মধ্যে দুজন কেন্দ্রীয় মন্ত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস সিনিয়র টিডিপি নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। নাম প্রকাশ না করার শর্তে দলের এক শীর্ষ নেতা বলেন, “এ বছর অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা ছাড়া সরকারের আর কোনো উপায় ছিল না। টিডিপির একজন প্রবীণ কর্মকর্তা বলেছেন, "আমরা এখনও দলীয় স্তরে এই বিষয় নিয়ে আলোচনা করিনি"।
পাশাপাশি চলমান NEET কেলেঙ্কারি নিয়ে নীরব থেকেছে জনতা দল (ইউনাইটেড)। বিহার থেকে ইতিমধ্যেই কেলেঙ্কারির ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। লোকসভায় নীতীশের দলের ১২ জন সাংসদ রয়েছেন৷ বিহারের প্রতি বছর বেশ বড় সংখ্যায় ছাত্র-ছাত্রী NEET -এ অংশ নেন। অনেক তার মধ্যে শীর্ষস্থান অর্জন করেন। তা সত্ত্বেও অজানা কোন কারণে দল নীরবতা বজায় রেখেছে।
যদিও কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তেজস্বী যাদবের পিএ-কে নিশানা করা হয়েছে। "বিষয়টি বিচারাধীন" বলে অনেক সিনিয়ার নেতাও কোন মন্তব্য করতে চান নি ।
বেশিরভাগ জেডি(ইউ) নেতা এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। জেডি(ইউ) মুখপাত্র নীরজ কুমার, যিনি বৃহস্পতিবার পাটনায় তেজস্বীকে আক্রমণ করে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “পেপার ফাঁসের মূল অভিযুক্তরা যে গেস্টহাউসে ছিলেন সেটি যদি তেজস্বী জির ব্যক্তিগত সচিব বুকিংয়ের ব্যবস্থা করেন তাহলে তাঁকে অবশ্যই এর উত্তর দিতে হবে। পাশাপাশি তিনি বলেছেন, বিচারাধীন বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।”
আরও পড়ুন : < CSIR UGC NET Exam 2024: বিতর্ক যেন পিছু ছাড়ছে না, ফের বাতিল গুরুত্বপূর্ণ এই পরীক্ষা, সংকটে লাখ লাখ পড়ুয়া >
এদিকে প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার NEET-UG বিতর্কে সরকারকে কোনঠাসা করে বলেছেন যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিজেপি এবং আরএসএস হাইজ্যাক করার চেষ্টা করছে।
NEET বিতর্কে রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, 'প্রধানমন্ত্রী মোদী পেপার ফাঁস বন্ধ করতে পারছেন না বা কেলেঙ্কারি বন্ধ করতে চান না'। NEET এবং UGC-NET পরীক্ষায় কারচুপি নিয়ে দেশে তোলপাড় চলছে। বিরোধীরা এই ইস্যুতে মোদী সরকারকে ক্রমাগত নিশানা করছে।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে নিশানা করেছেন। রাহুল গান্ধী বলেছেন, 'শিক্ষাব্যবস্থা আরএসএস-বিজেপির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন না হলে, প্রশ্নপত্র ফাঁস বন্ধ হবে না'।
রাহুল গান্ধী এদিন আরও বলেন, 'NEET এবং UGC NET পেপার ফাঁস হয়েছে। বিষয়টি আমরা সংসদে উত্থাপন করব। প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন-রাশিয়া এবং ইসরায়েল-গাজা যুদ্ধ বন্ধ করেছিলেন, কিন্তু ভারতের ছাত্রদের ভবিষ্যত নিয়ে খেলা হচ্ছে এবং প্রশ্নপত্র ফাঁস হচ্ছে এবং তিনি তা থামাতে পারছেন না'।
কংগ্রেস নেতা বলেন, 'ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাজার হাজার ছাত্র-ছাত্রী পেপার ফাঁসের অভিযোগ করেছিলেন। তিনি বলেন, 'সংসদের আসন্ন অধিবেশনে বিরোধীরা বিষয়টি উত্থাপন করবে। দেশের তরুণদের ভবিষ্যৎ নিয়ে খেলা হচ্ছে। প্রাক্তন কংগ্রেস সভাপতির অভিযোগ, মধ্যপ্রদেশের 'ব্যাপম' কেলেঙ্কারি গোটা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্নপত্র ফাঁসের পেছনে কেউ না কেউ অবশ্যই দায়ী। তাদের অবশ্যই গ্রেফতার করা উচিত'।