সোমবার চতুর্থ দফার লোকসভা ভোটে সক্কাল সক্কাল শিরোনামে এসেছে তাঁরই কেন্দ্র। তৃণমূল কর্মীদের চুড়ান্ত বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। অথচ ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন দুপুর পর্যন্ত গোলমালের কোনও খবরই পেলেন না। সাংবাদিকরা কারণ জিজ্ঞেস করায় বললেন, "ঘুম থেকে উঠতে দেরি হয়েছে"।
এনডিটিভি-র সাংবাদিককে মুনমুন বলেন, "আজ আমায় এত দেরিতে বেড টি দেওয়া হল, ঘুম থেকে উঠতেই দেরি হল। আর কী বলব বল! সত্যিই কিছু জানিনা"।
সোমবার সকালে চতুর্থ দফার ভোটের দিন বিক্ষোভের মুখে পড়ে ভাঙল এই গায়ক-রাজনীতিক বাবুল সুপ্রিয়র গাড়ির কাচও। এদিন সকালে বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ান বাবুল। তৃণমূল পোলিং এজেন্টকে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এরপর বুথ থেকে বেরনোর সময় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান উপস্থিত জনতা, ভাঙা হয় গাড়ির কাচ।
আসানসোলের বারাবনির ১৯৯ নং বুথে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়কে ঘিরে সকাল সকাল তুমুল বিক্ষোভ শুরু হয়। ওই বুথে বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাবুল। ক্ষোভপ্রকাশ করতে গিয়ে উপস্থিত তৃণমূল এজেন্টদের সঙ্গে বচসায় জড়ান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তৃণমূল এজেন্টদের হুমকি দেওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। অভিযোগ, “ভোটের পরে দেখে নেবো” বলে হুমকি দেন বাবুল। বিজেপি এজেন্টের না থাকা নিয়ে বুথে উপস্থিত প্রিসাইডিং অফিসারের সঙ্গেও একপ্রস্থ তর্কাতর্কি হয় বাবুল সুপ্রিয়র। এরপরই রীতিমতো হুঙ্কারের সুরে প্রিসাইডিং অফিসারকে তিনি বলেন “এখানে বিজেপি এজেন্ট কেন নেই? খুঁজে, ধরে নিয়ে আসুন আপনারা”। এদিন বুথের মধ্যে বাবুল সুপ্রিয়র কথা বলার ভঙ্গি নিয়েই মূলত প্রশ্ন তুলেছেন তৃণমূল কর্মীরা। প্রিসাইডিং অফিসারকে হুমকি দেওয়ায় নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর দায়ের হয়েছে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে।
আরও পড়ুন, অনুব্রতকে প্রণাম অনুপমের! দলবদল নিয়ে কী কথা হল কাকা-ভাইপোর?
সাম্প্রতিক কালে বাংলার নির্বাচনে হিংসার ঘটনা বেশি দেখা যাচ্ছে, এমন মন্তব্যের প্রেক্ষিতে মুনমুন বললেন, "রাজ্যে যখন কমিউনিস্ট শাসন ছিল, তুমি অনেক ছোট ছিলে, তাই তোমার জানার কথা না। হিংসা এখন অনেক কমেছে। সেটা শুধু বাংলাতেই না"।
গত বছর রামনবমীকে ঘিরে রাণীগঞ্জের এক সাম্প্রদায়িক হিংসার ঘটনাতেও তৃণমূল কংগ্রেস নেত্রী বলেছিলেন, "আমি দাঙ্গার সময়ে এখানে ছিলাম না। আপনাদের কোনও ধারণা নেই, আমি কত জন্ভা করেছি। ভীষণ ব্যস্ত আমি"।
প্রতিদ্বন্দ্বী বাবুল সুপ্রিয়কে হারিয়ে তাঁরই জিত হবে, সে ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী তিনি? প্রশ্ন করা হলে মুনমুন সেনের উত্তর, "আমি ওঁর নামটাই শুনতে চাই না"।