Advertisment

নীতীশের দেখানো পথেই জাতশুমারির গ্যারান্টি, নির্বাচনে বড় বাজি রাহুলের

বিদ্বেষের বাজারে প্রেমের দোকান খুলেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
"Ashok Gehlot,Sachin Pilot,Rahul Gandhi,Rajasthan Assembly Elecction 2023,Rajasthan election 2023"

নীতীশের দেখানো পথেই জাতশুমারির গ্যারান্টি, নির্বাচনে বড় বাজি রাহুলের

রাজস্থান নির্বাচনের প্রচারপর্বে মোদীকে সরকারি প্রশ্ন করলেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী মোদীর কাছে রাহুলের প্রশ্ন 'কেন রাগ করছেন মোদীজি?'

Advertisment

পাখির চোখ রাজস্থান বিধানসভা নির্বাচন। রাজ্যে ক্ষমতা দখলে মরিয়া কংগ্রেস। গেহলট-পাইলট দ্বন্ধ ভুলে একসঙ্গে ভোটযুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন খোদ রাহুল গান্ধী। গতকাল রাজ্যে প্রচারে এসে মোদী সরকারকেও নিশানা করেন তিনি। রাহুল গান্ধী এদিন জনসভায় ভাষণ দেওয়ার সময় বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমার ওপর বিরক্ত তার কারণ আদানিকে তিনি যত টাকা দেন, আমি ততটাকাই গরিব মানুষদের দেব'।

ফের আদানি ইস্যুতে মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী। রাহুল বলছেন, আদানিকে লাভবান করেছেন প্রধানমন্ত্রী মোদী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতার একটি ক্লিপ রয়েছে, যার অর্ধেক প্রধানমন্ত্রী মোদীর, আর বাকি অর্ধেক ভিডিওটিতে রাহুল গান্ধীর ভাষণের একটি ক্লিপ রয়েছে। ভিডিওটির শিরোনাম দেওয়া হয়েছে, কেন মোদী জি বিরক্ত? রাহুলের হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি শেয়ার করার সময়, কেন প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস নেতার প্রতি বিরক্ত তা বলা হয়েছে।

রাজস্থানের চুরুতে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন রাহুল গান্ধী। এই সময় রাহুল গান্ধী বলেছিলেন যে গেহলট সরকার রাজস্থানের গরিব মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছেন। রাহুল বলেন,' আমরা কৃষকদের ঋণমুক্ত করতে কাজ করেছি। আমাদের সরকার এক কোটি দরিদ্র পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছে।

আরও পড়ুন: < নিয়মে বড়সড় রদবদল RBI-এর, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে বাড়ল ঝক্কি >

বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচারে বৃহস্পতিবার রাজস্থানে আসেন রাহুল গান্ধী। রাহুল গান্ধী রাজ্যে একাধিক জনসভায় অংশ নেন। তাঁর বক্তৃতায় রাহুল রাজ্যের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যেদিন দেশে কংগ্রেস সরকার গঠিত হবে, সেই দিন জাতিশুমারি শুরু হবে। তিনি বলেন- রাজস্থানে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে এখানে কাস্ট সার্ভে করা হবে। ভারতে কংগ্রেস পার্টির সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা দেশে জাতিশুমারি শুরু করব। এটাই কংগ্রেসের গ্যারান্টি। আমরা জাতিশুমারি করে দেখাব। এটি একটি বৈপ্লবিক ঐতিহাসিক সিদ্ধান্ত।

নির্বাচনী সভায় ভাষণকালীন সময়ে রাহুল বলেন, 'মোদীর গ্যারান্টি মানে দেশে আদানির সরকার আর আমাদের গ্যারান্টি মানে দেশের গরিব-শ্রমিকদের সরকার। মোদী যে পরিমাণ টাকা আদানিকে দিয়েছেন, আমি সেই পরিমাণ টাকা ভারতের গরীবদের হাতে দেব। আমি নরেন্দ্র মোদী নই, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিই না'।

রাহুল বলেন- বিজেপি নেতারা বলছেন ভাই ও বোন, হিন্দি পড়ুন, ইংরেজি নয়। তারা চায় গরিব ও কৃষকের ছেলেমেয়েরা যেন ইংরেজি না শিখে, কল সেন্টারে ও আইটি সেক্টরে কাজ না করে। আমরা চাই একজন কৃষক, শ্রমিক ও ছোট দোকানদারের ছেলে-মেয়ে বড় স্বপ্ন দেখুক। ইংরেজি পড়ুক। এমন একদিন আসবে যখন একজন শ্রমিকের ছেলে আমেরিকায় গিয়ে ব্যবসা খুলবে, আমেরিকান কোম্পানিতে কাজ করবে। কোটি টাকা বেতন পাবে।

রাহুল আরও বলেন- আমরা এখানে গরীবের সরকার চালাই। জিএসটি চালু করলেন প্রধানমন্ত্রী মোদী। ছোট ব্যবসায়ীদের সর্বনাশ করেছে মোদী সরকার। যেদিকেই তাকান, আদানিজি কোনো না কোনো ব্যবসা চালাচ্ছেন। আমরা কৃষক ও শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছি। আমরা স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়ন করেছি। আমাদের স্বাস্থ্য প্রকল্পের ৫০% সুবিধা সরাসরি পিছিয়ে পড়া মানুষ পেয়ে থাকেন'। ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর জন্য বিজেপি অভিযুক্ত করেন কংগ্রেস নেতা। তিনি বলেন, বিজেপি ঘৃণার রাজনীতি করছে। বিদ্বেষের বাজারে প্রেমের দোকান খুলেছে কংগ্রেস। সবাইকে একত্রিত করে দেশকে শক্তিশালী করে তোলাই লক্ষ্য কংগ্রেসের।

rajasthan rahul gandhi
Advertisment