ভোট সপ্তমীর শুরুতেই শিরোনামে মুর্শিদাবাদের রানিনগর। ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিজেপি প্রার্থীর গাড়ি ঘিরে হামলা, আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও ওসি-র রিপোর্টের ভিত্তিতে বিজেপি প্রার্থীর অভিযোগ উড়িয়ে দিয়েছে কমিশন।
কী ঘটনা ঘটেছে?
ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রানিনগরের বিজেপি প্রার্থী মাশুহারা খাতুন অভিযোগ করেন, এদিন শুরুতেই একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তাই এজেন্টকে নিজের গাড়িতে নিয়ে যাচ্ছিলেন তিনি। রানিনগরের সেনপাড়া এলাকায় এজেন্টকে নিয়ে পৌঁছতেই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এমনবকি আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকে রাখা হয়েছিল। প্রায় ১ ঘন্টডা পর কোনও রকমে ওই এলাকা ছাড়েন তিনি।
বিজেপি প্রার্থীর অভিযোগ পুলিশকে জানানো হলেও প্রায় ১ ঘন্টা পর তারা এসেছিলেন। যদিও কমিশন ওসি-র রিপোর্টের ভিত্তিতে রানিনগরের বিজেপি প্রার্থী মাশুহারা খাতুন অভিযোগ খারিজ করে দিয়েছে।
ভোটের শুরু থেকেই এদিন উত্তপ্ত মুর্শিদাবাদের রানিনগর। রানিনগরের একাধিক বুথে ভোট দিতে বাড়ি থেকে বেরনোর সময় ভোটারদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ। বাধাদানকারীরা তৃণমূলের লোক বলে দাবি স্থানীয়দের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন