রবিবারই ভারতীয় কংগ্রেস ঘোষণা করে, শুধুমাত্র উত্তরপ্রদেশের আমেঠি থেকেই নয়, আসন্ন লোকসভায় কেরালার ওয়ানাড়েও কংগ্রেসের প্রার্থী হচ্ছেন রাহুল গান্ধী। ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ঘোষিত হল বিজেপি প্রার্থীর নাম। ভারত ধর্ম জন সেনা (বিডিজেএস) প্রধান তুষার ভেল্লাপাল্লিকে দাঁড় করানো হচ্ছে নির্বাচনে।
বিজেপির সর্ব ভারতীয় সভাপতি অমিত শাহ সোমবার টুউট করে ঘোষণা করলেন ভাল্লাপাল্লির নাম।
কেরালার ওয়ানাড় থেকে রাহুল প্রার্থী হতে পারেন, এই জল্পনার সাথে সাথেই বিজেপির শরিক দলের সদস্য তুষার ভেল্লাপাল্লিকে প্রার্থী হিসেবে মনোনীত করার গুঞ্জন চলছিল।
"উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারের যে আদর্শকে আমরা তুলে ধরতে চাই, তার সুযোগ্য বাহক হিসেবে তরুণ নেতা তুষার ভেল্লাপাল্লিকে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করতে পেরে আমরা গর্বিত। আগামী দিনে কেরালার রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করবেন তিনি", টুইট করেন অমিত শাহ।
Read the full story in English