Advertisment

মমতাকে 'বেগম' সম্বোধন কেন, শুভেন্দুকে শোকজ কমিশনের

তৃণমূল নেত্রীকে বারবার বেগম বলে সম্বোধন করার মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কারণ দর্শাতে বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে 'বেগম' বলে সম্বোধন করার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার শোকজ নোটিস ধরানো হল নন্দীগ্রামে মমতার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে।

Advertisment

তৃণমূল নেত্রীকে বারবার বেগম বলে সম্বোধন করার মাধ্যমে নির্বাচনী বিধিভঙ্গের দায়ে কারণ দর্শাতে বলা হয়েছে শুভেন্দু অধিকারীকে। গত ২৯ মার্চ অর্থাৎ নন্দীগ্রাম নির্বাচনে ভোট প্রচারের শেষ দিন প্রতিপক্ষ প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে অশালীন মন্তব্য করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূলনেত্রীকে 'বেগম' বলে সম্বোধন করেছিলেন শুভেন্দু। যা উস্কানিমূলক মন্তব্যে বলেই নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে নোটিশ দিল কমিশন।

শুভেন্দুর এই মন্তব্য নিয়ে আগেই কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল শিবির। শুভেন্দুর এই মন্তব্য আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছিল।

নন্দীগ্রামের বিজেপি প্রার্থীকে পাঠানো শোকজ নোটিশে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু মন্তব্য উল্লেখ করে বলা হয়েছে, 'আপনার মন্তব্য আদর্শ আচরণবিধির ধারা (২) ও ধারা (৩) লঙ্ঘন করেছে। কেন ওই মন্তব্য করেছেন আগামী ২৪ ঘন্টার মধ্যে তাঁর ব্যাখ্যা দিন।'

এদিকে, বুধবারই কমিশনের নোটিস পেয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩ এপ্রিল তারকেশ্বরে একটি রাজনৈতিক জনসভায় আদর্শ আচরণ বিধি ভেঙে বিশেষ সম্প্রদায়কে তাদের ভোট ভাগ না করে তৃণমূলকে দেওয়ার আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কমিশনে যায় বিজেপি। সেই অভিযোগ খতিয়ে দেখে কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে বিস্তারিত জানতে চেয়ে নোটিস পাঠায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Suvendu Adhikari Mamata Banerjee West Bengal Assembly Election 2021 election commission
Advertisment