বিরাট স্বস্তি রাহুলের। ভোটের দারুণ রেজাল্টের পর আদালত থেকে এবার পেলেন সুখবর। মানহানি মামলায় রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করল ব্যাঙ্গালুরু একটি আদালত।
স্বস্তিতে রাহুল গান্ধী। মানহানি মামলায় এদিন ব্যাঙ্গালুরু আদালত কংগ্রেস সাংসদের জামিন মঞ্জুর করেছে। কর্ণাটক বিজেপি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে। এদিন বিশেষ আদালতে হাজিরাও দেন রাহুল গান্ধী। এই মামলার পরবর্তী শুনানি ৩০ জুলাই।
কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পেলেন রাহুল। রাহুলের বিরুদ্ধে সংবাদপত্রে মানহানিকর বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ রয়েছে।
গত বছর রাজ্য নির্বাচনের আগে দেওয়া একটি বিজ্ঞাপনে, রাজ্যের তৎকালীন বিজেপি সরকারের বিরুদ্ধে ২০১৯-২০২৩ সালে বড় আকারের দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। গত বছর কর্ণাটকে বিধানসভা নির্বাচন হয়েছিল। এই সময় কংগ্রেস, তৎকালীন বিজেপি সরকারকে ২০১৯-২০২৩ সাল পর্যন্ত তার শাসনকালে বড় আকারের দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ করেছিল।
এরপর কর্ণাটক বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে।এই সকল কংগ্রেস নেতা তৎকালীন মুখ্যমন্ত্রী বাসভরাজ বোমাই সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে শীর্ষস্থানীয় সংবাদপত্রে 'মিথ্যা বিজ্ঞাপন' দিয়েছিলেন বলে অভিযোগ।
আরও পড়ুন : < RBI Monetary Policy 2024: ভোট মিটতেই EMI-তে বড়সড় বদল? রেপো রেট নিয়ে কী জানাল RBI? >
কংগ্রেসও 'দুর্নীতির হার কার্ড' প্রকাশ করে অভিযোগ করে যে সমস্ত সরকারি কাজে ৪০ শতাংশ কমিশন নেওয়া হচ্ছে। একই সময়ে, রাহুল গান্ধী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স-এ একটি অবমাননাকর বিজ্ঞাপনও পোস্ট করেন বলেও অভিযোগ তোলে বিজেপি। বিশেষ আদালত গত ১ জুন এই মামলায় সিদ্দারামাইয়া ও শিবকুমারকে জামিন দেয়।